পাকিস্তানী পেসার নাসিম শাহর কাঁধে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে । কাঁধের ইনজুরির কারনেই আজ থেকে ভারতের মাটিতে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নাসিম।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক্স-এ নাসিমের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার মোঘেস শেখ।
অস্ত্রোপচারের পর হাসাপাতালের বিছানায় শুয়ে থাকা নাসিমের ছবি দিয়ে মোঘেস লিখেছেন, ‘দয়া করে তাকে আপনার প্রার্থনায় রাখবেন। শীঘ্রই মাঠে ফিরবেন তিনি।’
অস্ত্রোপচারের পর চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম এবং পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়েছে নাসিমকে। বোলিংয়ে ফিরতে সব মিলিয়ে তিন থেকে চার মাস সময় লাগতে পারে তার।
এশিয়া কাপে সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়ে নাসিমের বিশ^কাপ স্বপ্ন শেষ হয়ে যায়। তার জায়গায় বিশ^কাপ দলে সুযোগ পান হাসান আলি।
আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে পাকিস্তান।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :