এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস মেথডে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল। এতে ব্রোঞ্জ হাতে নিয়ে দেশে ফিরতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।
শনিবার চীনের জিজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান। আর ডিএলএস মেথডে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয় টিম টাইগার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ম্যাচের প্রথম ওভারে সাজঘরের পথ ধরেন সাইফ হাসান ও জাকের। পরে আফিফ হোসেন ও ইয়াসির জুটিতে জয়ের সুবাস পায় টাইগাররা। শেষ মুহূর্তে রাকিবুলের চারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে দফায় দফায় বৃষ্টি হওয়ার কারণে ১৩ ওভার থেকে ম্যাচের পরিধি কমে দাঁড়ায় মাত্র ৫ ওভারে। যেখানে মির্জা বেগ ও খুশদিল শাহর ব্যাটে ভালো শুরু পায় পাকিস্তান। কিন্তু এরপরই বৃষ্টি নামে। ফলে ৪৮ রানে থেমে যায় তাদের ইনিংস। এরপর ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :