AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগান শিবিরে সাকিবের দ্বিতীয় আঘাত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৮ পিএম, ৭ অক্টোবর, ২০২৩
আফগান শিবিরে সাকিবের দ্বিতীয় আঘাত

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে দু’দলই বিশ্বকাপ মিশন শুরু করেছে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টা। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।এই ম্যাচে আফগানদের হয়ে ভয়ংকর হয়ে ওঠার আগেই ইব্রাহিম জাদরানকে সাজঘরে পাঠান সাকিব আল হাসান।এরপর আফগান শিবিরে  দ্বিতীয় আঘাত হানেন বাংলাদেশের অধিনায়ক।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেটে ৮৬ রান।

 

শনিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।


আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ম্যাচের শুরু থেকেই হাত খুলে ব্যাট করতে থাকেন এ দুই ওপেনার। এ জুটির ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে টাইগার শিবিরে ভয় ধরানে এ জুটিতে আঘাত হানেন সাকিব আল হাসান।


ম্যাচের ৯ম ওভারের সাকিবের আউটসাইড অফের বলটি সুইপ করতে গিয়ে তামিমের তালুবন্দী হন জাদরান। আউট হওয়ার আগে ২২ রান করেন এ ব্যাটার।


এরপর উইকেটে আসেন রহমত শাহ। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাকিবের বলে লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।


এরপর উইকেটে আসেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন গুরবাজ। এখন গুরবাজ ৩৭ ও রহমত ২ রানে অপরাজিত আছেন।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!