AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানদের অল্পেই থামিয়ে দিলো টাইগাররা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৫ পিএম, ৭ অক্টোবর, ২০২৩
আফগানদের অল্পেই থামিয়ে দিলো টাইগাররা

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে টাইগারদের বোলিং তোপে অল্পেই থেমে গেলো  আফগানিস্তান।বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আজকের ম্যাচ দিয়ে দু’দলই বিশ্বকাপ মিশন শুরু করেছে। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১১টা। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

Shahidullah steadied Afghanistan after early collapse

 শনিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৩৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৭ রান।


আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ম্যাচের শুরু থেকেই হাত খুলে ব্যাট করতে থাকেন এ দুই ওপেনার। এ জুটির ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে টাইগার শিবিরে ভয় ধরানো এ জুটিতে আঘাত হানেন সাকিব আল হাসান।


ম্যাচের ৯ম ওভারের সাকিবের আউটসাইড অফের বলটি সুইপ করতে গিয়ে তামিমের তালুবন্দী হন জাদরান। আউট হওয়ার আগে ২২ রান করেন এ ব্যাটার।

Hashmatullah Shahidi gave good support to Rahmanullah Gurbaz
এরপর উইকেটে আসেন রহমত শাহ। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সাকিবের বলে লিটনকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।


তার বিদায়ে উইকেটে আসেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। তবে উইকেটে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তিনি। মিরাজের বলে হৃদয়কে ক্যাচ দেওয়ার আগে ৩৮ বলে ১৮ করেন তিনি।


শাহিদীর পরপরই প্যাভিলিয়নের পথ ধরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। মুস্তাফিজের বলে তামিমের তালুবন্দী হওয়ার আগে ৪৭ করেন এ ডানহাতি ব্যাটার।

Rahmanullah Gurbaz and Ibrahim Zadran gave Afghanistan a solid start
উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফিরে যান নাজিবউল্লাহ জাদরান (৫)। তাকে সাজঘরে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব।


নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে আফগানরা। তবে চাপ সামলে দলীয় ইনিংস নেয়ার চেষ্টা করেন নবী। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই তামকিনের লেংথ বলে ইনসাইড বোল্ড হন তিনি।

Mehidy Hasan Miraz celebrates with Shakib Al Hasan and Mushfiqur Rahim
এরপর উইকেটে শুধু আসা যাওয়ার মধ্যে ছিলেন আফগান ব্যাটাররা। এ ম্যাচে ছয় ব্যাটার দুই অঙ্কের ঘরই স্পর্শ করতে পারেনি। শেষের দিকে ওমরজাই আশা দেখালেও মাত্র ২২ রানেই শরিফুলের বলে বোল্ড হন।

Mehidy Hasan Miraz jumps to celebrate with Shoriful Islam
এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!