AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুখবর পেলো সাকিব-মুশফিকরা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৫৫ পিএম, ৮ অক্টোবর, ২০২৩
সুখবর পেলো সাকিব-মুশফিকরা

বাংলাদেশ দলের এশিয়া কাপ মোটেও ভালো কাটেনি। গ্রুপ পর্বে একটি ও সুপার একটি ম্যাচ ছাড়া আর কোনো জয়ের দেখা পায়নি মিরাজরা। এশিয়া কাপে বাজে ফর্ম করায় র‍্যাংকিংয়ে একধাপ পিছিয়ে আটে নেমে যায় বাংলাদেশ। তবে মাসখানিক যেতে আবারো পূর্বের স্থানে অর্থাৎ সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার পর এই সুখবর পেয়েছে বাংলাদেশ। তবে অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার এই হারে সপ্তম স্থানে যাওয়া বাংলাদেশ দলের জন্য সহজ হয়েছিল।


আজ রোববার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা লয়ঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯১।


এদিকে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে দুইয়ে-রেটিং পয়েন্ট ১১৫। এশিয়া কাপের শুরুতে র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান।


১১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৮ পয়েন্ট নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা। আর ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।
 

একুশে সংবাদ/স ক

Link copied!