AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের বিপক্ষে নামার আগে ইংল্যান্ডকে সতর্ক করলেন ট্রট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫৪ পিএম, ৯ অক্টোবর, ২০২৩
বাংলাদেশের বিপক্ষে নামার আগে ইংল্যান্ডকে সতর্ক করলেন ট্রট

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ক্রিকেট বিশ্বের নান্দনিক ভেন্যুগুলোর একটি। হিমালয়ের পাদদেশে অবস্থিত ভেন্যুটি দেখতে যতটা দর্শনীয়, ঠিক ততটাই বিপরীত চিত্র এই মাঠের আউট ফিল্ড।  

 

সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজর ৪৫৭ মিটার উপরের স্টেডিয়ামটির ঘাস ও বালুভরা আউটফিল্ড ফিল্ডিংয়ের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। যেখানে প্রায়ই পা হড়কে যাওয়া, দেবে যাওয়া, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটে।


২৩ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই মাঠটিতে চলমান বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলাদেশ দলের রয়েছে দুইটি ম্যাচ। মাঠটিতে শনিবার (৭ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় টাইগাররা। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বিপাকে পড়েন দুই দলের ফিল্ডাররা।


মঙ্গলবার (১০ অক্টোবর) এই মাঠেই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে আউটফিল্ডের কারণে ফিল্ডাররা চোট–ঝুঁকিতে থাকবেন বলে ইংল্যান্ডকে সতর্ক করে দিয়েছেন আফগানিস্তানের ইংলিশ কোচ জোনাথন ট্রট।


ধর্মশালার আউটফিল্ড নিয়ে ট্রট হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশ ম্যাচের পরই। সেদিন বাউন্ডারিতে বল ধরতে গিয়ে মুজিব উর রেহমান ও আজমতউল্লাহ ওমরজাই ঝুঁকিপূর্ণভাবে মাটিতে পড়ে গিয়েছিলেন।


বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘ভাবুন তো, যদি আপনার খেলোয়াড় বল ধরতে গিয়ে ডাইভ দেবে কি না দ্বিধায় ভোগে, পড়ে গেলে চোটে পড়বে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আমরা সৌভাগ্যবান যে মুজিব গুরুতর হাঁটুর চোট থেকে বেচে গেছে।’


ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ম্যাচের পর সংবাদ সম্মেলনেই শুধু নয়, পরে এ নিয়ে ইংল্যান্ড দলের কাছেও উদ্বেগ জানিয়েছেন ট্রট। আফগানদের প্রধান কোচের দায়িত্বে থাকা ট্রট ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার।


জস বাটলারদের দল ধর্মশালায় নামার আগে আউটফিল্ডের বিষয়টি যেন মাথায় রাখেন, এ বিষয়ে তাদের সতর্ক করে দিয়েছেন তিনি।


বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের আউটফিল্ডকে ‘গড়পড়তা’ হিসেবে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ অফিশিয়ালসরা। রোববার (৮ অক্টোবর) আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাককিনসন সরেজমিনে পরিদর্শনও করেছেন। তবে পরিদর্শন শেষে তিনি আউটফিল্ডকে ‘সন্তোষজনক’ আখ্যা দিয়েছেন।


ক্রিকইনফো জানিয়েছে, শনিবার বাংলাদেশের ম্যাচের পরে এবং রোববার বিকেলে মাঠে পানি দেয়া হয়েছে। বিশেষ করে বোলারের রান–আপ অঞ্চলে। মঙ্গলবার বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচে নতুন পিচে খেলা হবে।

একুশে সংবাদ/স ক 

Link copied!