AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য দিলো ইংল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৬ পিএম, ১০ অক্টোবর, ২০২৩
বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য দিলো ইংল্যান্ড

ওপেনার ডেভিড মালানের সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০৭ বলে ১৪০ রান করেন মালান। বাংলাদেশের পক্ষে স্পিনার মাহেদি হাসান ৪টি ও পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন।

 

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে ডান হাতি স্পিনার মাহেদি হাসানকে অন্তর্ভুক্ত করে  একাদশ  সাজায়  টাইগাররা।

 

প্রথমে ব্যাট করার সুযোগটা দারুনভাবে কাজে লাগান ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ১০ ওভারে ৬১ রান তুলে ফেলেন তারা। ১৪তম ওভারে হাফ-সেঞ্চুরি করেন ৩৯ বল খেলা মালান। ১৬তম ওভারে ইংল্যান্ডের রান তিন অংকে পা রাখে। একই ওভারে  ওয়ানডেতে ১৬তম অর্ধশতক করেন ৫৪ বল খেলা বেয়ারস্টো।

 

১৭ ওভার পর্যন্ত ছয় বোলার ব্যবহার করে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গতে পারছিলেন না  অধিনায়ক সাকিব। অবশেষে ব্রেক-থ্রু এনে দেয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন অধিনায়ক। ১৮তম ওভারের পঞ্চম বলে বেয়ারস্টোকে দারুন এক ডেলিভারিতে বোল্ড করেন সাকিব। তবে  আউট হওয়ার আগে ৮টি চারে ৫৯ বলে ৫২ রান করেন শততম ওয়ানডে খেলতে নামা বেয়ারস্টো। মালান-বেয়ারস্টো জুটিতে  ১০৭ বলে ১১৫ রান যোগ করেন ।

 

বেয়ারস্টো ফেরার পর ক্রিজে আসেন জো রুট। মালানকে নিয়ে বড় জুটির লক্ষ্য সাবধানে খেলতে থাকেন রুট। এতে ২২ থেকে ২৬ ওভার পর্যন্ত বলকে সীমানা ছাড়া করতে পারেননি মালান ও রুট। ২৭তম ওভারে বাউন্ডারির দেখা পায় ইংল্যান্ড। ৩২তম ওভারে সাকিবের বলে ১ রান নিয়ে ২৩তম ওয়ানডেতে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মালান। ক্যারিয়ারের ২৩তম ইনিংসে ওয়ানডেতে দ্রæততম ষষ্ঠ সেঞ্চুরি রেকর্ডের মালিকও হন মালান।

 

৯১ বলে সেঞ্চুরি পাবার পর বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন মালান। পরের মাত্র ১৫ বলে ৪০ রান তুলেন তিনি। ৩৮তম ওভারে মাহেদির বলে বোল্ড হয়ে বিদায় নেন এই বাঁ-হাতি। ১৬টি চার ও ৫টি ছক্কায় ১০৭ বলে ১৪০ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে রুটের সাথে ১১৭ বলে ১৫১ রান যোগ করেন মালান। প্রথম জুটিতেই শতরান করেছিলো ইংলিশরা। বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডের প্রথম দুই উইকেট জুটিতে শতরান হলো। মালানের সাথে জুটিতেই ৪৪ বলে ওয়ানডেতে ৩৮তম হাফ-সেঞ্চুরি করেন রুট। 

 

দলীয় ২৬৬ রানে মালান ফেরার পর ইংল্যান্ডের রানের লাগাম টেনে ধরেন পেসার শরিফুল ও স্পিনার মাহেদি। পরের দিকে শরিফুল-মাহেদি সমান ৩টি করে উইকেট নেন।

 

৪০তম ওভারে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারের উইকেট উপড়ে ফেলেন শরিফুল। তবে তার আগেই ঝড়ো গতিতে ১০ বলে ২০ রান করেন বাটলার। ৪২তম ওভারে পঞ্চম বলে আউট হন রুট। শরিফুলের শিকার হওয়া আগে  ৬৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৮২ রান করেন রুট। এই ইনিংস খেলার পথে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন রুট। ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে খালি হাতে বিদায় দেন শরিফুল।

 

শরিফুলের মত ইংল্যান্ডের ইনিংসের শেষ দিকে ৩ উইকেট শিকার করেন মাহেদিও। হ্যারি ব্রæককে ২০, স্যাম কারানকে ১১ ও আদিল রশিদকে ১১ রানে আউট করেন মাহেদি।

 

শরিফুল-মাহেদির দারুন বোলিংয়ে ইনিংসের শেষ ৬২ বলে ৬৮ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। তারপরও লোয়ার অর্ডার ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের এটি তৃতীয় ও বিশ^কাপে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

 

বল হাতে বাংলাদেশের পক্ষে মাহেদি ৮ ওভারে ৭১ রানে ৪টি, শরিফুল ১০ ওভারে ৭৫ রানে ৩টি উইকেট নেন। এছাড়া তাসকিন ৬ ওভারে ৩৮ রানে ও সাকিব ১০ ওভারে ৫২ রানে ১টি করে উইকেট নেন। উইকেট শূণ্য ছিলেন মুস্তাফিজুর ও মিরাজ।
 

একুশে সংবাদ/স ক 

Link copied!