AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান ম্যাচের আগে মায়ের সাথে দেখা করতে চান বুমরাহ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১১ পিএম, ১২ অক্টোবর, ২০২৩
পাকিস্তান ম্যাচের আগে মায়ের সাথে দেখা করতে চান বুমরাহ

শনিবার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ব্লকবাস্টার ম্যাচের আগে মায়ের সাথে দেখা করার কথা জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ।

 

আহমেদাবাদে ঘরের মাঠে ১ লাখ ৩২ হাজার ধারনক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বুমরাহ। কিন্তু ২৯ বছর বয়সী বুমরাহর কাছে সবকিছুর আগে পরিবার।

 

বুধবার আফগানিস্তানের বিপক্ষে ভারতের ৮ উইকেটের জয়ের ম্যাচটিতে ৩৯ রানে ৪ উইকেট দখল করেছেন এই পেসার। ম্যাচ শেষে বুমরাহ বলেছেন, ‘বাড়ি থেকে অনেকদিন দুরে আছি। নিজ শহরে খেলতে গিয়ে মায়ের সাথে দেখা করতে পারলে অনেক খুশী হতাম। আমি মাকে দেখতে চাই, এখন আমার কাছে সেটাই গুরুত্ব পূর্ণ।

 

মাত্র পাঁচ বছর বয়সে বাবার আকস্মিক মৃত্যুর পর স্কুল অধ্যক্ষ মা দালজিতের কাছেই বড় হয়েছেন বুমরাহ।মায়ের সাথে দেখা করার পর পাকিস্তান ম্যাচ নিয়ে মনোনিবেশ করতে চান। এই মাঠে এখনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি বুমরাহর। যদিও আইপিএল’এ গুজরাটের হোম ভেন্যু হিসেবে এই মাঠের সাথে ভালই পরিচয় আছে তার। এ সম্পর্কে বুমরাহ বলেছেন, ‘এখানে আমার ওয়ানডে খেলা হয়নি, তবে টেস্ট ম্যাচ খেলেছি। এখানকার পরিবেশ নিয়ে ভাবতে পারছিনা। আমি নিশ্চিত পুরো স্টেডিয়াম ঐদিন ভরে যাবে। এ কারনে এখানে খেলার আবহই পাল্টে যাবে। আশা করছি দর্শকদের ভাল কিছু উপহার দিতে পারবো।

 

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর গতকাল বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। অন্যদিকে দুই ম্যাচে এখনো জয়ের দেখা পায়নি আফগানরা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের পর টানা দ্বিতীয় হারে তারা ১০ দলের মধ্যে টেবিলের তলানিতে রয়েছে।  লেগ স্পিনার রশীদ খান একমাত্র বোলার হিসেবে কাল ভারতের দুই উইকেট দখল করেছেন। ১৫তম ওভারে তিনি যখন বোলিংয়ে আসেন তখন ভারত বিনা উইকেটে ১২৫ রান করে ফেলেছিল।

 

আফগান কোচ জনাথন ট্রট বলেছেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর অবশ্যই আজকের ম্যাচ নিয়ে ভাবা উচিৎ। একজন অধিনায়কের হাতে অনেক কিছু নির্ভর করে। যত দ্রুত সম্ভব রশীদকে আক্রমনে আনা উচিৎ ছিল। এই বিষয়গুলোর দিকে আমাদের আরো বেশী মনোযোগী হতে হবে।’

 

একুশে সংবাদ/স ক

 

Link copied!