বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। যেখানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে দুভার্গ্যজনকভাবে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন কুইন্টন ডি কক।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৪.৫ ওভারে তিন উইকেটে ১৯৭ রান।
লখনৌতে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। শুরু থেকেই দেখে খেলছেন ডি কক ও বাভুমা।
ম্যাচের শুরু থেকে একাধিক সুযোগ তৈরী করেও উইকেট তুলে নিতে ব্যর্থ হয়েছে অজিরা। অবশ্য ২০তম ওভারে ম্যাক্সওয়েলের বলে ওয়ার্নারের তালুবন্দী হন টেম্বা। আউট হওয়ার আগে ৩৫ রান করেন তিনি।
পরে বাইশ গজে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন রাসি ভ্যান ডার ডুসেন। অবশ্য উইকেট থিতু হওয়ার পর অ্যাডাম জাম্পা ঘূর্ণিতে অ্যাবটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এ ব্যাটার (৩৫)।
এরপর ক্রিজে আসেন এইডেন মার্করাম। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ডি কক। ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডি কক। যা এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি তার।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :