AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্রান্সে পাকিস্তান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান বাংলাদেশ


Ekushey Sangbad
ইসরাত জাহান, ফ্রান্স
০৩:৩৩ পিএম, ১৩ অক্টোবর, ২০২৩
ফ্রান্সে পাকিস্তান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান বাংলাদেশ

ভারতে শুরু হওয়া বিশ্বকাপ ক্রিকেটে নিজ নিজ দেশের  দলকে উৎসাহ দিতে  এবং ইউরোপব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে প্যারিসের উপকণ্ঠ সারসেল মাঠে অনুষ্ঠিত হয় অ্যাম্বাসি কাপ ক্রিকেট টুর্নামেন্টে।

 

বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রিলংকা ও ইংল্যান্ড অংশ নেয় এ টুনামেন্টে। টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ দূতাবাস।  খেলায় মূলত দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

 

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এসময় তিনি দূতাবাস এর টিমের প্রতি  কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ টিমের বিজয়কে ফ্রান্স কমিউনিটির জন্য উৎসর্গ করেন।

 

তিনি বলেন, এরকম টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সম্পর্ক স্থাপন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে। বিশেষ করে খেলাধূলার মাধ্যমে ঐক্যের যে বন্ধন তা আরো অটুট হবে। টুর্নামেন্ট উপলক্ষে সকল দূতাবাসের কর্মকর্তারা পরিবার-পরিজন নিয়ে মাঠে উপস্থিত ছিলেন। এসময় খেলার মাঠ পরিণত হয় মিলন মেলায়।

একুশে সংবাদ/স ক 

Link copied!