শ্রীলংকার বিপক্ষে সোমবার পাঁচ উইকেটের জয়ের মাধ্যমে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে পাঁচবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। এই ম্যাচে জিততে না পারলে অস্ট্রেলিয়ার সামনে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকতো।
কাল অধিনায়ক প্যাট কামিন্সের কৌশলী ভূমিকায় অস্ট্রেলিয়ানদের জয় নিশ্চিত হয়। আর তাই ম্যাচ শেষে কামিন্সের প্রশংসা করতে ভুল করেননি চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাওয়া এ্যাডাম জাম্পা বল হাতেও কামিন্স ছিলেন সফল। দুই উইকেট নেয়া ছাড়াও গুরুত্বপূর্ণ একটি রান-আউটে তিনি শ্রীলংকার রানের চাকা থামিয়ে দেন।
লেগ স্পিনার জাম্পা বলেছেন, ‘সে সামনে থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছে। তার ঐ এক স্পেলেই আজ ম্যাচের চিত্র পাল্টে গেছে।’
এর আগে ভারতের মাটিতে প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক দাবী করেন ৩০ বছর বয়সী কামিন্সকে দল থেকে বাদ দেয়ার কথা ছিল। এ সম্পর্কে গতকাল ম্যাচের আগে ক্লার্ক স্কাই স্পোর্টস রেডিওকে বলেছেন, ‘আমি শুনেছি আজকের ম্যাচের জন্য প্যাট কামিন্সকে দলে রাখা হচ্ছেনা। আর তাই যদি হয় এবং কামিন্স যদি অধিনায়কত্ব না করে তবে তোমরা ভুল একজন অধিনায়ককে বেছে নিতে যাচ্ছো।’
সোমবারের আগে কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া ভারতের কাছে প্রথম ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার ইনিংস মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় এরপর দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে পরাজয়ের ম্যাচটি ছিল আরো হতাশার। এর মাধ্য বিশ্বকাপে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা পেয়েছে কামিন্সের দল। যদিও সমালোচকদের কড়া জবাব দিয়ে কামিন্স ঠিকই দলকে জয় উপহার দিয়েছে। গতকাল শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিসানকা (৬১) ও কুশাল পেরেরাকে (৭৮) সাজঘরে পাঠিয়ে কামিন্স মূল কাজটুকু করেছেন। এই জুটি উদ্বোধনী উইকেটে ১২৫ রান সংগ্র করেছিল। এরপর দারুন এক ফিল্ডিংয়ে কামিন্স দুনিথ ওয়েলালাগেকে রান-আউট করেন।
শ্রীলংকার দেয়া ২১০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে। জাম্পা বলেছেন, ‘ঐ রান-আউটটির কারনে শ্রীলংকার রানের গতি থেমে যায়। নাহলে তারা হয়তোবা ২৬০ রান পর্যন্ত যেতে পারতো। সে কারনেই আমি বলবো কামিন্সই কাল ম্যাচের সবকিছু পাল্টে দিয়েছে। এই দলে আমরা প্রত্যেকেই প্রত্যেককে শতভাগ সমর্থন দিয়ে থাকি। সে কারনে আমি জানিনা মানুষ কামিন্স সম্পর্কে কি বলছে বা বলতে চাইছে। প্যাটের উপর কোন ধরনের চাপ নেই। দলের মধ্যে আমাদের সবার সাথে সুসম্পর্ক আছে। আমরা একে অপরের খোঁজ রাখি।’
তিন ম্যাচে এক জয় ও দুই পরাজয়ের কারনে অস্ট্রেলিয়া বর্তমানে ১০ দলের টুর্ণামেন্টে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। তারপরও তাদের সামনে সেমিফাইনালে খেলার দরজা এখনো উন্মুক্ত আছে। শুক্রবার পরবর্তী ম্যাচে ব্যাঙ্গালুরুতে তারা চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের মোকাবেলা করবে অসিরা।
জাম্পা বলেন, ‘আমরা এখনো নীচের দিকেই আছি। কিন্তু ঘুড়ে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে, শেষ পর্যন্ত কি হয় এখনো বলা যাচ্ছেনা। অবশ্যই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি অনেক বড় চ্যালেঞ্জ। আমরা যদি সবাই মিলে ভাল খেলতে পারি তবে যেকোন কিছুই সম্ভব।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :