AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড় চোটের হাত থেকে রক্ষা পেলেন রোনালদো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৫ পিএম, ১৮ অক্টোবর, ২০২৩
বড় চোটের হাত থেকে রক্ষা পেলেন রোনালদো

ইউরো কাপের কোয়ালিফায়ারে মুখোমুখি হয় পর্তুগাল এবং বসনিয়া। আর সেই ম্যাচে গোল করতে ভোলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, এই ম্যাচে গোলও করেন তিনি। সেই সঙ্গে ফের রেকর্ড গড়ার মাত্র ২টি গোলে পিছিয়ে রয়েছেন সিআর সেভেন। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে ১২৭টি আন্তর্জাতিক গোল।

 

বোসনিয়ার বিরুদ্ধেও গোল করেন তিনি। বিপক্ষকে ৫ গোল দেয় পর্তুগিজরা। যার মধ্যে দুটি গোল করেন  রোনালদো । এদিন শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকেন সিআর সেভেন। ফলে বিপক্ষ প্রথম থেকেই চাপে থাকেন। ম্যাচর শুরুর প্রথমেই পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর শুরু হয় দাপট। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সহজ প্রতিপক্ষকে নিয়ে ছেলে-খেলা করে তারা।

 

ম্যাচের ২০ মিনিটের মাথায় ফের গোল করে দলকে এগিয়ে দেন  রোনালদো । এটা দ্বিতীয় গোল। জ্বলে ওঠেন রোনাল্ডো। শুধু সিআর সেভেন একা নন, বলা ভালো জ্বলে ওঠেন বাকি দলের ফুটবলাররাও। ঠিক ৫ মিনিট পর অর্থাৎ ২৫ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন ব্রুনো ফের্নান্ডেজ। বেশ চাপে পড়ে যায় বসনিয়া। এই ভাবে ল্যাজে-গোবরে হতে হবে তা কেউ কল্পনাও করেননি।

 

ম্যাচের পাঁচটি গোল হয় প্রথমার্ধে। এটা স্পষ্ট হয়েছে। বিপক্ষ দলের ফুটবলারদের ঠিক কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ৩২ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন জোয়াও ক্যানসেলো। এবং ৪১ মিনিটের মাথায় জোয়াও ফেলিক্স গোল করেন। প্রথমার্ধের আগেই ৫টি গোল হয়ে যায়। ম্যাচ তখনই জিতে নেয় পর্তুগাল। দ্বিতীয়ার্ধ ছিল শুধুই নিয়মরক্ষার। তবে এই ম্যাচে বড়সড় চোটের হাত থেকে রক্ষা পান সিআর সেভেন। হালকা চোট লাগে তার।

 

ঘটনার সূত্রপাত ৩৮ মিনিটের মাথায়। সাইড লাইন থেকে থ্রো করতে যান সিআর সেভেন। সেই মুহূর্তে নিরাপত্তা বেষ্ঠনী টপকে মাঠে প্রবেশ করেন এক দর্শক।  রোনালদো র সঙ্গে সেলফিও তুলতে যান। ঠিক সেই মুহূর্তে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় ধাক্কা ধাক্কিতে হালকা চোট লাগে  রোনালদোর। খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। এই ঘটনা ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। যদিও বিশ্ব ফুটবলে এই ঘটনা একেবারেই নতুন কিছু নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে।


একুশে সংবাদ/স ক 

Link copied!