বিশ্বকাপের মঞ্চে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। যেখানে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছে অজিরা। এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
শুক্রবার ব্যাঙ্গালুরুতে অজি বধের মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। শাদাব খানের পরিবর্তে একাদশে ফিরেছেন উসামা মীর। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে অজিরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪.৩ ওভারে ২ উইকেটে ২৬১ রান। ডেভিড ওয়ার্নার ৯৯ বলে ১২৭ ও স্টিভ স্মিথ ১ বলে ১ রান অপরাজিত আছে।
মিশেল মার্শ ১০৮ বলে ১২১ ও গ্লেন ম্যাক্সওয়েল ১ বলে শূণ্য রান করে শাহিন আফ্রিদির বলে আউট হন।
পঞ্চম ওভারেই ডেভিড ওয়ার্নার ক্যাচ দিয়েছেন। সহজ ওই ক্যাচের সঙ্গে মোমেন্টাম ফেলে দেন পাকিস্তানের একাদশে জায়গা পাওয়া লেগ স্পিনার উসামা মীর। কুড়িয়ে পাওয়া সুযোগ নিয়ে ঝড় তুলেছেন ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মিশেল মার্শও।
জীবন পেয়ে আরও বিধ্বংসী হয়ে উঠেছেন এই বাঁহাতি, সঙ্গী হিসেবে মার্শও কম যাচ্ছেন না। প্রতি ওভারেই অন্তত একটা করে চার-ছক্কা মারা অস্ট্রেলিয়া এরপর হারিস রউফকে পেয়েই জ্বলে উঠেছে ভালোভাবে। রউফের এক ওভারে রান উঠেছে ২৪। ডানহাতি অফস্পিনারের বিপক্ষে ডেভিড ওয়ার্নারের দুর্বলতা আজকের নয়, তা ভেবেই কি না, আগেই পার্টটাইম অফস্পিনার ইফতিখার আহমেদকে আক্রমণে এনেছেন বাবর।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, এডাম জাম্পা, জস হ্যাজলউড।
পাকিস্তান একাদশ: ইমাম উল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইফতিখার, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :