AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টপলির বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:১৫ পিএম, ২২ অক্টোবর, ২০২৩
টপলির বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে

এমনিতেই চার ম্যাচে তিন পরাজয়ে ইংল্যান্ডের সামনে এখন বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে আসছে। তার উপর বর্তমান চ্যাম্পিয়নদের জন্য দু:সংবাদ হয়ে এসেছে দলের শীর্ষ উইকেট শিকার রিসি  টপলির ইনজুরি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ের সময় ফলো থ্রুতে একটি বল ধরতে গিয়ে বাম হাতের তর্জনিতে চিড় ধরেছে বলে কোচ ম্যাথু মট নিশ্চিত করেছেন। এতে করে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে টপলিকে আর নাও পেতে পারে ইংল্যান্ড। সম্ভাব্য বদলী হিসেবে জোফরা আর্চারের নাম শোনা যাচ্ছে।

 

শনিবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২৯ রানের বিশাল হারের লজ্জা পেয়েছে ইংল্যান্ড। চার ম্যাচের তিনটিতে পরাজিত হয়ে বাকি থাকা পাঁচ ম্যাচের সবকটিতে জিততে পারলে ইংল্যান্ডের সামনে সেমিফাইনালে খেলার দরজা খোলা থাকবে।

 

স্কাই স্পোর্টসেইনজুরির বিষয়ে মট বলেছেন, ‘টপলির  আঙ্গুলের সর্বশেষ খবর জানতে এখনো আমরা অপেক্ষায় আছি। তবে ধারনা করা হচ্ছে সেখানে চিড় ধরেছে, এটা একেবারেই প্রাথমিক পরীক্ষায় জানা গেছে। চিড়ের বিষয়টি নিশ্চিত হলে তার বাকি ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’

 

পুরো ক্যারিয়ারে ইনজুরির সাথে প্রায়ই লড়াই করতে হয়ছে টপলিকে। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের টি-টোয়েন্টি  বিশ^কাপ জয়ী দলে তিনি ছিলেন না। কালকের ম্যাচে তিনি কুইন্টন ডি কক, আইডেন মার্করাম ও ডেভিড মিলারের উইকেট শিকার করেছেন । ৮.৫ ওভারে ৮৮ রান খরচায় তিনি তিন উইকেট নেন। এ পর্যন্ত চলতি  বিশ^কাপে তার উইকেটসংখ্যা ৮টি।

 

২০১৯ বিশ^কাপ জয়ী দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা আর্চার এ সপ্তাহে ভারতে দলের সাথে যোগ দিয়েছেন। কিন্তু গত মে মাস থেকে কোন ধরনের প্রতিযোগী ম্যাচে আর্চার অংশ নেননি। সে কারনে বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভূক্তি নিয়ে এখনো শঙ্কা রয়েছে। আর্চারের সাম্প্রতিক কেন্ডিশন দলীয় চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন। দীর্ঘদিন ধরেই কনুইয়ের ইনজুরিতে ভুগছেন আর্চার।  

 

মট অবশ্য বলেছেন এই মুহূর্তে আর্চারের দলভূক্তির কোন সম্ভাবনা নেই। ইনজুরির কারনে বদলী খেলোয়াড় দলে নেবার সুযোগ আছে ইংল্যান্ডের। এক্ষেত্রে সম্ভাব্য খেলোয়াড় হিসেবে ব্রাইডন কার্স দলে আসতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

একুশে সংবাদ/স ক 

Link copied!