AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে চার ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১৫ পিএম, ২২ অক্টোবর, ২০২৩
বিশ্বকাপে চার ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিল

ভারতের মাটিতে চলমান আসরে এরই মধ্যে প্রতিটি দল খেলে ফেলেছে চারটি করে মাচ। যেখানে প্রতিটি দল ন্যুনতম একটি করে ম্যাচে জয় পেয়েছে। ১৯৯২ আসরের পর এবারই যা প্রথম।চারটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। কোনো ম্যাচ না হেরে কিউইদের সমান ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। রান রেটের হিসেবে পিছিয়ে স্বাগতিকরা। চলতি আসরে এখন পর্যন্ত এই দুই দলই অপরাজিত রয়েছে। তবে রোববারের লড়াই শেষে যে কোনো একদল অপরাজিত থাকার গৌরব হারাবে।


চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে দক্ষিণ আফ্রিকা। সমান চার পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। টেবিলের ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা পাঁচটি দলই একটি করে ম্যাচ জিতেছে। যেখানে রান রেটের হিসেবে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। টাইগারদের অবস্থান ছয়ে।


রান রেটের ভিত্তিতে পয়েন্ট টেবিলের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, শ্রীলংকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ফলে বলা যায় এখন পর্যন্ত সব দলের সামনেই সেমিফাইনালে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। এবারের আসর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যে আরো আকর্ষণীয় হয়ে উঠবে তা নিশ্চিত।
 

একুশে সংবাদ/স ক 

Link copied!