দৃশ্যপট এশিয়া কাপ ক্রিকেট। সেই আসরের সুপার ফোর পর্বে ভারত ২২৭ রানের বিশাল ব্যবধানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিধ্বস্ত করার পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে এক তরুণীর উচ্ছ্বাস ভাইরাল হয়েছিলো সামাজিক মাধ্যমে। সেখানেই শেষ নয়, ম্যাচের পর নিজের টুইটার হ্যান্ডেলে ভারতকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছিলেন। তখনই জানা গেলো তার পরিচয়।
তার নাম ওয়াজমা আইয়ুবি। জাতে আফগান। ২৮ বছরের এই তরুণীকে এরপর প্রায়ই দেখা যেতে থাকে ক্রিকেটের গ্যালারিতে। আফগানিস্তান যেখানেই খেলতে যায়, সেখানেই হাজির ওয়াজমা। টিভি ক্যামেরা খুঁজে নেয় তাকে। সেই সাথে বাড়তে থাকে আফগান তরুণীর জনপ্রিয়তা।
যার ব্যত্যয় হয়নি চলমান বিশ্বকাপ ক্রিকেটের আসরেও। ভারতের দশটি ভেন্যুতে হতে থাকা ম্যাচগুলোতেও নজর কাড়ছেন এই নারী সমর্থক। ওয়াজমা পরিচিতি পেয়েছেন ‘মিস্ট্রি গার্ল’ বা রহস্য মানবী হিসেবে। আফগান ক্রিকেটের ভক্ত এই নারী খেলা নিয়ে এবারও সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অসাধারণ সুন্দরী এই ওয়াজমা আইয়ুবী, একই সাথে দারুণ স্মার্টও। তাই নজর কাড়তে সময় নেননি। মাঠে ভাইরাল হতেও সময় লাগেনি তার। ভারতের বিপক্ষে আফগানদের হারার ম্যাচেও টিভি ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল আইয়ুবীকে। তাকে নিয়ে বাড়ছে ক্রিকেট ভক্তদের আগ্রহও।
এই আফগান সুন্দরীর মাতৃভূমিতে থাকা হয় না। কর্মসূত্রে থাকেন দুবাইয়ে। সেখানেই কাজের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়ালেখাও। স্বাধীনচেতা আইয়ুবী চাকরি ছেড়ে দিয়ে নিজেই হয়েছেন উদ্যোক্তা। চালু করেন ‘লেম্যান ক্লথিং’ নামে পোশাকের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
ওয়াজমা একজন সমাজকর্মীও। তিনি দেশের নানা বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সোচ্চার। বিশেষ করে নারী শিক্ষার অধিকার প্রদানের পক্ষে সোচ্চার আইয়ুবীর কণ্ঠ। আফগানিস্তানের এই নাগরিক দারুণ পছন্দ করেন ভারতকে। ভারতকে নিজের দ্বিতীয় বাড়ি বলে উল্লেখও করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।
ওয়াজমা আইয়ুবী একজন মডেল, ব্যবসায়ী, জনহিতৈষী এবং সামাজিক কর্মী। আরব আমিরাতের দুবাইতে তার ব্যবসা। তিনি ১৯৯৫ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করলেও, স্বাধীন জীবনযাপনের জন্য এবং তার পেশাগত ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দেশ ছেড়েছিলেন।
ক্রিকেটপ্রেমী হিসাবে ওয়াজমা আইয়ুবী ২০২২ সালে এশিয়া কাপে প্রথম সবার নজরে আসেন। সেই আসরে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানকে সমর্থন করার সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হন। ইনস্টাগ্রামে তার প্রায় সাড়ে সাত লাখ অনুসারী রয়েছে। আর এক্সে রয়েছে প্রায় সোয়া লাখ অনুরাগী।
চলতি বছরে শারজাহ স্টেডিয়ামে একটি টি-টোয়েন্টি ম্যাচে যখন আফগানিস্তান তাদের ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে দেয়, ওয়াজমা আইয়ুবী তখন এতোটাই উচ্ছ্বসিত হয়ে পরেন যে, চিৎকার করতে গিয়ে গলার স্বরই খানিকের জন্য হারিয়ে ফেলেন।
২৮ বছরের এই আফগান তরুণী এ বছরের শুরুর দিকে কলকাতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচেও দেখতে এসেছিলেন। পুরনো মডেলের মোটরবাইক চালানো নেশা তার। তবে মনে মধ্যে গোপনে লালন করছেন, একদিন বলিউডের সিনেমায় অভিনয় করার স্বপ্ন।
ওয়াজমা আইয়ুবী ভারতের মারকুটে ব্যাটসম্যান বিরাট কোহলির একজন অন্ধ ভক্ত। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর বিরাটকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে আফগানদের ম্যাচের সময়ে ভারতীয় দর্শকদের সমর্থন তার হৃদয় ছুঁয়ে গেছে বলেও সমাজিক মাধ্যমে জানিয়েছেন ওয়াজমা।
একুশে সংবাদ/আএইচভি/এসআর
আপনার মতামত লিখুন :