AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর জাদুতে আল নাসরের জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১২ পিএম, ২৫ অক্টোবর, ২০২৩
রোনালদোর জাদুতে আল নাসরের জয়

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেয়েছে সৌদি প্রো লিগের দল আল নাসর। পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোর জোড়া গোলে আল দুহাইলকে ৪-৩ গোলে হারিয়েছে তারা।

 

আল নাসর ও আল দুহাইলের মধ্যকার ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ৭ গোলের ম্যাচে দুই দলই নিজেদের সর্বোচ্চ সামর্থ্যের প্রমাণ দেওয়ার চেষ্টা করে। ম্যাচের ১০ মিনিটে প্রথম গোলের দেখা পায় আল নাসর। তালিসকার গোলে এগিয়ে যায় তারা।


দ্বিতীয় গোলটির জন্য অবশ্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে নাসরকে। ম্যাচের ৫৬ মিনিটে সাদিও মানে গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। ম্যাচের ৬১ মিনিটে আল নাসরকে ৩-০ গোলে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো।


এরপরই চমক দেখায় আল দুহাইল। চার মিনিটের ব্যবধানে দুইটি গোল পরিশোধ করে তারা। ৬৩ ও ৬৭ মিনিটে ক্লাবটির পক্ষে গোল করেন ইসমাইল মোহাম্মদ ও আলময়েজ আলী। এরপর আল নাসরের পক্ষে চতুর্থ গোল করেন রোনালদো।


৪-২ ব্যবধানে জয় যখন প্রায় নিশ্চিত, তখনই আরেকটি গোল হজম করে আল নাসর। ম্যাচের ৮৫ মিনিটে দুহাইলের পক্ষে তৃতীয় গোলটি করেন মাইকেল উলুঙ্গা। তবে বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদো-মানের দল।

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!