AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লংকান বোলিং তোপে অল্পেই থেমে গেলো ইংল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩২ পিএম, ২৬ অক্টোবর, ২০২৩
লংকান বোলিং তোপে অল্পেই থেমে গেলো ইংল্যান্ড

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। যেখানে লংকানদের বোলিং তোপে অল্পেই গুটিয়ে গেছে ইংলিশরা।

 

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ৩৩.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এতে লংকানদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৭ রান।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সম্প্রচার করছে গাজি টিভি, টি স্পোর্টস, পিটিভি, এ স্পোর্টস ও স্টার স্পোর্টস-১ এইচডি।


এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। উদ্বোধনী জুটিতে প্রথম ৬ ওভারেই ৪৫ রান তুলে নেয় দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারেস্টো। এরপরই মোড়ক লাগে ইংলিশ ব্যাটিং লাইনআপে। দীর্ঘদিন পর ইনজুরির কারণে দলে ফেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ মালান ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত দেন। ঠিক ১২ রান পর দলীয় ৫৭ রানে জো রুট রান আউটের ফাঁদে পড়েন।

 

এর ১১ রান পর দলীয় ৬৮ রানে বেয়ারেস্টোকে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান রাজিথা। দলীয় ৭৭ রানে লাহিরু কুমারার শিকারে পরিণত হন অধিনায়ক বাটলার। দলীয় ৮৫ রানে লিয়াম লিভিংস্টোনকে এলবির ফাঁদে ফেলেন লাহিরু কুমারা। ম্যাচে লাহিরুর এটি দ্বিতীয় শিকার।

একুশে সংবাদ/স ক 

Link copied!