মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ। লা লিগায় বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় স্তাদিও ওলিম্পিক লুইসে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হেড টু হেডে এগিয়ে থাকলেও সবশেষ দুই দেখায় কাতালানদের কাছে হেরেছিলো লস ব্লাঙ্কোস।
মর্যাদার লড়াইকে ফিফটি ফিফটি বলছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। আর শঙ্কা কাটিয়ে জুড বেলিংহ্যামের এল ক্লাসিকো অভিষেকের নিশ্চয়তা দিয়েছেন রিয়াল বস কার্লোস আনচেলত্তি।
আজ এক ঢিলে দুই পাখি মারার সুযোগ রিয়াল মাদ্রিদের। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের তাদের মাঠেই হারিয়ে মর্যাদা পুনরুদ্ধার অন্যদিকে জিরোনাকে টপকে ফের লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার হাতছানি। শেষ ছয় ম্যাচে অপরাজিত থেকে যার প্রস্তুতিটাও ভালোভাবেই সেরেছে লস ব্লাঙ্কোস।
প্রস্তুত বার্সেলোনাও। লিগে ১০ ম্যাচেতো বটেই মৌসুমে ১৩ ম্যাচ অপরাজিত কাতালানরা। তবে এল ক্লাসিকো যে অন্য আট দশটা ম্যাচের মতো নয়। জানেন কোচ জাভি হার্নান্দেজও।
পরিসংখ্যানও দিচ্ছে জমাট লড়াইয়ের আভাস। দুই দলের ২৫৪ কম্পিটিটিভ ম্যাচে ১০২ জয় রিয়ালের। বার্সার ঠিক একশোটি। তবে সাম্প্রতিক হেড টু হেড এগিয়ে ব্লগরানাররা। শেষ দুই ক্লাসিকোসহ সাম্প্রতিক ছয় দেখায় চার জয় স্বাগতিকদের।
বিগ ম্যাচে ফিরছেন রাইজিং বিগস্টার জুড বেলিংহ্যাম। ইংলিশ তারকার এল ক্ল্যাসিকো অভিষেকের নিশ্চয়তা দিয়েছেন কোচ আনচেলত্তি। বার্সার হয়ে ফেরার প্রহর গুনছেন রাফিনিয়া। তবে অনিশ্চয়তায় রবার্ট লেভানডভস্কি।
ন্যু ক্যাম্পের সংস্কার কাজ চলায় এবারের এল ক্লাসিকো হবে বার্সেলোনার প্রায় শতবর্ষ পুরনো স্টেডিয়াম এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :