AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বরূপে ফিরতে শুরু করেছে অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৯ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩
স্বরূপে ফিরতে শুরু করেছে অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া স্বরূপে ফিরতে শুরু করেছে বলে মনে করেন দলটির সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতে ওয়ানডে বিশ্বকাপের শুরুতে দুই ম্যাচে হেরে যাবার পর টানা চার ম্যাচে জয় পেয়েছে পাঁচ  বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

 

সর্বশেষ গত শনিবার শেষ ওভারের  নাটকীয়তায় নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচে আগে ব্যাটিং করে কিউইদের বিপক্ষে ৩৮৮ রান সংগ্রহ করে পাঁচ  বারের চ্যাম্পিয়নরা। জবাবে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওই টার্গেট তাড়া করে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল বø্যাক ক্যাপসরা।

 

নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৮৩ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৯ রান। এমনকি শেষ দুই বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ৭ রান। কিন্তু দলের গুরুত্বপুর্ন ব্যাটার জিমি নিশাম দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে গেলে আর পেরে উঠেনি কিউইরা। ফলে ৫ উইকেটে হার মানে ২০১৯ বিশ্বকাপের ফাইনালিস্টরা। এটি ছিল অস্ট্রেলিয়ার টানা চতুর্থ জয়। এর আগে প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিন আফ্রিকার কাছে পেরাজিত হয়েছিল অসিরা।

 

ম্যাচ শেষে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিঞ্চ বলেন,‘ দলটি এখন নিজেদের আবয়ব পেতে শুরু করেছে। খেলোয়াড়রা ঐক্যবদ্ধভাবে  একে অপরের সক্ষমতার উপর আস্থা রাখতে শুরু করায় এমনটি হচ্ছে। তিনি বলেন,‘ তারা আসলেই নিজেদের স্বরূপে  ফিরতে শুরু করেছে।  তাদের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ছে। ’

একুশে সংবাদ/স ক 

Shwapno
Link copied!