বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো রশিদ-মুজিবরা।
সোমবার (৩০ অক্টোবর) লঙ্কানদের দেয়া ২৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৮ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় আফগানরা।
সোমবার আফগানদের হয়ে রান তাড়া করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। রানের খাতা খোলার আগেই বোল্ড হন গুরবাজ। তার সঙ্গে আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকেও ফেরান দিলশান মধুশানাকা।
মাঝে ৭৩ রানের জুটি গড়েন ইব্রাহিম ও রহমত শাহ। ৩৯ রানে ইব্রাহিম ফেরার পর দলের হাল ধরেন রহমত ও হাশমতউল্লাহ শাহিদি। এই দুজন গড়েন ৫৮ রানের জুটি। কাসুন রাজিথার বলে আউট হওয়া রহমত ৬২ রান করেন।
চতুর্থ উইকেট জুটিতে অপ্রতিরোধ্য ছিলেন শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুজন। এর আগে শাহিদি ও ওমরজাই উভয়েই পান ফিফটির দেখা। এ দুই ব্যাটার যথাক্রমে ৫৮ ও ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। একাদশে ফেরার সুযোগ কাজে লাগাতে পারেননি দিমুথ করুণারত্নে। ব্যক্তিগত ১৫ রানে ফজল হক ফারুকির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
শুরুতেই উইকেট হারানোর পর পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। নিশাঙ্কা নিজেও ছিলেন ফিফটির পথে। তবে মাইলফলক থেকে ৪ রান দূরে থাকতে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে আউট হন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে ঠিক ৫০ রান যোগ করেন মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। তবে মাত্র ৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন এ দুই ব্যাটার। এর আগে করেন যথাক্রমে ৩৯ ও ৩৬ রান। এরপর নিয়মিত বিরতিতে আরো কিছু উইকেট হারায় লংকানরা।
রশিদ খানের বলে বোল্ড হওয়া ধনঞ্জয় ডি সিলভা আজ ১৪ রানের বেশি করতে পারেননি। চারিথ আসালঙ্কা করেন ২২ রান। দুশমন্থ চামিরা ফেরেন ১ রানে। শেষদিকে ৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন মহেশ থিকসানা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
শেষদিকে থিকসানার ২৯ ও ম্যাথিউজের ২৩ রানের ইনিংসে শ্রীলংকার লড়াকু সংগ্রহ নিশ্চিত হয়। আফগানিস্তানের ফজল হক ফারুকি একাই ৪ উইকেট নেন। এছাড়া মুজিব উর রহমান দুটি এবং আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান একটি করে উইকেট শিকার করেন।
একুশে সংবাদ/ম.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :