AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিএম নর্ম পাওয়া হলো না ফাহাদের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৩ পিএম, ৩১ অক্টোবর, ২০২৩
জিএম নর্ম পাওয়া হলো না ফাহাদের

কাজাখিস্তানে জিএম নর্ম অর্জনের সম্ভাবনা জাগিয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। শেষ দুই রাউন্ডে অন্তত দেড় পয়েন্ট পেলেই জিএম নর্ম পেতেন তিনি। কিন্তু নবম ও দশম রাউন্ডে ড্র হওয়ায় আর জিএম নর্ম পাননি বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার।  

 

২০২৩ সাল জুড়েই একটি জিএম নর্মের জন্য হন্যে হয়ে বিভিন্ন দেশের টুর্নামেন্ট খেলছেন ফাহাদ। কয়েকটি টুর্নামেন্টের মধ্যে এবার কাজাখস্তানের তার পারফরম্যান্স ছিল সবচেয়ে ভালো। দুই জন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন এবং চারজনের বিপক্ষে ড্র করেছেন তিনি।


এরপরও শেষ দুই রাউন্ডে হোচট খাওয়ায় জিএম নর্মের জন্য ফাহাদের এবং বাংলাদেশের অপেক্ষা আরো বাড়ল।


কাজাখস্তানের পাভলোদার ওপেন দাবায় ফাহাদ ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চতুর্দশ স্থান অর্জন করেন। এ ইভেন্ট হতে ফাহাদ ১৫ রেটিং বৃদ্ধি করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার অদিত্য মিত্তাল ৮ পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হন।


সাড়ে সাত পয়েন্ট নিয়ে বেলারুশের গ্র্যান্ড মাস্টার নিকিতেনকো মিহাইল রানার-আপ ও রাশিয়ার গ্র্যান্ড মাস্টার বোচারভ দমিত্রি তৃতীয় হন। ১৮ টি দেশের ১৫ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৮৬ জন দাবাড়ু অংশগ্রহণ করে।

একুশে সংবাদ/স ক 

Link copied!