আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশেনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ‘ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫’ এর আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: মোতাহার হোসেন (সাজু), জনাব নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও বিটিএফ কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ ও নির্বাহী সদস্য মাহবুব মোর্শেদ শামীম। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, মিশর, ভারত, ইরাক, জাপান, কোরিয়া, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও আমেরিকা হতে ৬২ জন বালক ও ৩২ জন বালিকা খেলোয়াড় এন্ট্রি প্রদান করেছে। এছাড়াও বালক বিভাগে ৪ জন ও বালিকা বিভাগে ৪ জন খেলোয়াড় ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে সরাসরি প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করছে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় যে, প্রতিযোগিতার টপ সীড বালক বিভাগে আমেরিকার আরাভ সম্রাট হাদা
এবং বালিকা বিভাগে ভারতের অধরা ভার্মা । প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশী খেলোয়াড়দের ‘হোটেল ৭১’ ও ‘হোটেল ফারস’ এ আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতায় আগত বিদেশী খেলোয়াড়দের বিমান বন্দর হতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও খেলোয়াড় ও বিদেশী অতিথিদের নিরাপত্তার জন্য ভেন্যু, হোটেলে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। খেলোয়াড়দের যাতায়াতকালীন পুলিস স্কট প্রদান করা হচ্ছে।
প্রতিযোগিতার বাছাইপর্বের সাইন-ইন ০৩ নভেম্বর ২০২৩ বিকাল ৪:০০ টা হতে ৬:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮:৩০ টা হতে হতে বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। ০৫ নভেম্বর ২০২৩ বিকাল ৫:০০-৬:০০ টায় মূল পর্বের সাইন-ইন অনুষ্ঠিত হবে এবং ০৬ নভেম্বর ২০২৩ সকাল ৮:৩০ টা হতে মূলপর্বের খেলা শুরু হবে। প্রতিযোগিতার ফাইনাল খেলা ১০ নভেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে সকল খেলোয়াড়গণ রাজশাহীতে অনুষ্ঠেয় দ্বিতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ০৫ নভেম্বর ২০২৩ বিকাল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো: জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স’ এর নামের ফলক উন্মোচন করা হবে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :