AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডোনাল্ডকে বিসিবির শোকজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৫৪ পিএম, ৮ নভেম্বর, ২০২৩
ডোনাল্ডকে বিসিবির শোকজ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউট নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা। যেখানে অংশ নিয়েছিলেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাপক সমালোচনা করেছেন তিনি। সাকিব আল হাসানের টাইমড আউটের আবেদনের ইস্যুতে ডোনাল্ড বলেছেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না।’

বিশ্বকাপ চলাকালে টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও বোলিং কোচের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সূত্র জানিয়েছে, দলের সমালোচনা করে বক্তব্যের জন্য এবং টুর্নামেন্টের মধ্যে আচরণবিধি ভেঙে বিনা অনুমতিতে সাক্ষাৎকার দেওয়ার জন্য ডোনাল্ডকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি।

দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘যেহেতু এটা দলীয় একটা বিষয়, এ নিয়ে এখনই আমরা প্রকাশ্যে কোনো মন্তব্য করব না। ডোনাল্ডেরও উচিত ছিল বিষয়টা মাথায় রাখা।’

এরপর তিনি বলেন, ‘দলের কোনো সিদ্ধান্তে তার দ্বিমত থাকতেই পারে। কিন্তু সেটা মিডিয়ায় না বলে দলের ভেতরে আলোচনা করা উচিত। বিশ্বকাপের মধ্যে এ ধরনের সাক্ষাৎকার দিয়ে তিনি ভালো করেননি।’

সূত্রে আরো জানা যায়, বোর্ডের বিভিন্ন পর্যায় থেকে বিষয়টি নিয়ে এরই মধ্যে ডোনাল্ডের সঙ্গে কথা হয়েছে। পুনেতে তার সঙ্গে কথা বলার কথা টিম ম্যানজেমেন্টেরও। সবাই তাকে একই বার্তা দিচ্ছেন। বিশ্বকাপের মধ্যে দলীয় সিদ্ধান্ত নিয়ে দলের বাইরে সমালোচনা করাটা তার ঠিক হয়নি।

এদিকে চলতি মাসেই ডোনাল্ডের সঙ্গে চুক্তি শেষ হবে বিসিবির। এরপর আর নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নন বলে আগেই জানিয়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। অবশ্য বিসিবিও তাকে থেকে যাওয়ার অনুরোধ করেনি।  
একুশে সংবাদ/এস কে

Shwapno
Link copied!