AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাচদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:৫৮ পিএম, ৮ নভেম্বর, ২০২৩
ডাচদের হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বেঁচে রইলো জস বাটলারের দলের। আগে ব্যাট করতে নেমে বেন স্টোকসের সেঞ্চুরি ও দাউয়িদ মালান, ক্রিস ওকসের জোড়া ফিফটির ওপর ভর করে ৩৩৯ রান সংগ্রহ পায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে মঈন আলী ও আদিল রশিদের স্পিন ঘূর্ণিতে ৭৬ বল বাকি থাকতেই মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় ডাচরা। বড় জয়ে পয়েন্ট তালিকার ৭ম স্থানে উঠে এসেছে ইংলিশরা।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে নয় উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ১৬০ রানের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠেছে জস বাটলারের দল।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আসা যাওয়ার মাঝে ছিলেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তেজা নিদামানুরু। এছাড়া স্কত অ্যাডওয়ার্ডস ৩৮, ওয়েসলি বারেসি ৩৭ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৩ রান করেন।

ডাচদের আর কেউই বলার মতো রান করতে পারেননি। তাই অল্পেই অল আউট হয় দলটি। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ তিনটি, ডেভিড উইলি ও মঈন আলী দুটি এবং ক্রিস ওকস একটি করে উইকেট শিকার করেন।

এর আগে বুধবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের হয়ে লড়েছেন ডেভিড মালান ও বেন স্টোকস। ওপেন করতে নামা মালান রান আউটের শিকার হওয়ার আগে খেলেন ৮৭ রানের ইনিংস।

এছাড়া ইনিংসের শেষদিকে ৭৮ বলে চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান স্টোকস। অন্যপ্রান্তে ফিফটি পূরণ করেন ক্রিস ওকস। ৫১ রান করেন তিনি। স্টোকস ও ওকসের ১২৯ রানের দুর্দান্ত জুটিই ম্যাচের সর্বোচ্চ।

স্টোকসের ১০৮ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। নেদারল্যান্ডসের হয়ে বাস ডি লিড তিনটি, ভ্যান বিক ও আরিয়ান দুটি এবং মিকিরিন একটি করে উইকেট নেন।

 

একুশে সংবাদ/ম.জ.প্র/জাহা

 

Link copied!