২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ড ব্রডের এক ওভারে ছয় ছক্কা আজও মনে আছে সবার। ক্যানসারকে হারিয়ে আবারও ফিরে এসেছেন বিশ্বকাপের ময়দানে। ব্যাট-বলে দাপট দেখিয়েছেন তারকা। তার নাম যুবরাজ সিং।
যুবরাজ সিংয়ের দুই বছর বয়সের ছেলে অরিয়ন। তার ক্রিকেটের প্রতি ঝোঁক আছে। কিন্তু যুবরাজের ছেলেকে ক্রিকেটার বানাতে অনীহা। ছেলেকে ক্রিকেটার হিসেবে দেখতে চান না বলে জানালেন যুবরাজ। এক সাক্ষাত্কারে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ‘সংবাদমাধ্যম ক্রিকেটারদের সন্তানদের ওপর প্রচুর চাপ তৈরি করে। আমি চাই না আমার সন্তানের ওপর সেই চাপ আসুক।’
যুবরাজ বলেন, ‘কয়েক দিন আগে এক আত্মীয়র বাড়িতে গিয়ে আমার ছেলে গলফ স্টিক ফেলে ক্রিকেট ব্যাট তুলে নিয়েছিল। ব্যাট নিয়েই এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে। অবশ্যই নিজের পছন্দের ব্যাপার থাকে, স্বাভাবিকভাবেই সেখানে বাধা দেওয়া যায় না। আমার ছেলে যদি ক্রিকেটার হতে চায়, তাহলে আমি বাধা দেব না। তবে ও এখনো খুবই ছোট।’
যুবরাজ বলেন, ‘ক্রিকেটারের সন্তানদের বাবা-মায়ের সঙ্গে তাদের তুলনা করা হয়। আমার মনে হয় এই চাপটা অসহ্য।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :