বিশ্বকাপে শুরু থেকেই ছন্দে আছেন বিরাট কোহলি। গত ম্যাচেই শতক হাঁকিয়ে ছুঁয়েছিলেন শচীনের করা ওয়ানডেতে রেকর্ড ৪৯ সেঞ্চুরির মাইলফলক। আজ ফিফটি করে আউট হয়ে গেছেন। তাতেও আরেকটা মাইলফলক ছুঁয়েছেন তিনি। সাকিব আল হাসান ও শচীনের গড়া এক আসরে করা সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব রানের রেকর্ডে এবার ভাগ বসালেন কোহলি।
বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা দলটির হয়ে বরাবরের মতো তিন নম্বরে ব্যাটিং করতে নামেন কোহলি। ফন ডার মারওয়ের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ৫১ রানের ইনিংস। এই ইনিংসেই সাকিব ও শচীনকে ছুঁয়ে ফেলেন তিনি।
২০০৩ বিশ্বকাপে ভারতের হয়ে ১০টি ম্যাচ খেলেছিলেন শচীন। সেবার ১টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরিতে মোট ৭টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে ৬৭৩ রান করেছিলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। এরপর গত ২০১৯ বিশ্বকাপে শচীনের এই রেকর্ড ছুঁয়েছিলেন সাকিব। নয় ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন সাকিব আল হাসান।
এবারের বিশ্বকাপে নয় ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৫টি ফিফটিতে এর মধ্যেই ৫৯৪ রান তুলে ফেলেছেন কোহলি। শচীন ও সাকিবকে ছাড়িয়ে যাওয়ার জন্য কমপক্ষে আরও একটি ম্যাচ রয়েছে তার সামনে। আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে ফাইনালে আরও একটি সুযোগ থাকবে তার কাছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :