বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে চলমান ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চুক্তি ছিল। বিশ্বকাপ শেষ করেই দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটরা। এরই মধ্যে জাতীয় দলের সঙ্গে ঢাকায় পা রাখেননি বোলিং কোচ ডোনাল্ড। তিনি চলে গেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। তার কিছু আগেই বিশ্বকাপের মাঝে বাংলাদেশের সঙ্গে চুক্তি বাড়াবেন না বলে জানিয়েছেন তিনি।
বিশ্বকাপ চলাকালে শ্রীলংকার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে নিজস্ব মন্তব্য প্রকাশের পরই ডোনাল্ডকে নোটিশ দেয় বিসিবি। এরপর ডোনাল্ড নিজেই আর মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই ছিল ডোনাল্ডের শেষ ম্যাচ।
কিংবদন্তি এই কোচের বিদায়ে আজ সোমবার ফেসুবকে এক আবেগঘন বার্তা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তিনি লিখেছেন, ‘একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সাথে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।’
উল্লেখ্য, ২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়। আগামী নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :