ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পরও বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে নিগার সুলতানা জ্যোতিরা। সেই সফরের জন্য মঙ্গলবার (১৪ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে। ঘোষিত দলে নেয়া হয়েছে শরীফা খাতুন ও লতা মন্ডলকে। স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে সানজিদা আক্তার মেঘলা ও নিশীতা আক্তার নিশিকে।
জানা যায়, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী দল। সেই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। ৬ ও ৮ ডিসেম্বর হবে বাকি দুই টি-টোয়েন্টি। আর ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :