চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড। দারুণ ছন্দে থাকা ভারত জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায়। অন্যদিকে, ভারতকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্নে বিভোর কিউইরা। বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রথম সেমিফাইনাল।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে বাতাসও থাকবে।
প্রথম সেমিফাইনালে যদি বৃষ্টি হানা দেয় এবং ম্যাচ শেষ করা না যায় তাহলে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রিজার্ভ ডেতে গড়াবে ম্যাচ। যদি বৃষ্টির কারণে কয়েক ওভার খেলা হয়ে আর মাঠে না গড়ায় তাহলে দিনের খেলা যেখানে শেষ হবে রিজার্ভ ডেতে সেখান থেকে শুরু হবে ম্যাচ।
যদি বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তেও দুই দল অন্তত ২০ ওভার করে ব্যাটিং করতে না পারে, তাহলে ম্যাচ পরিত্যক্ত হবে। আর সেটি হলে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে থেকে শেষ করা দল ফাইনালে চলে যাবে। অর্থাৎ ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ভারত চলে যাবে ফাইনালে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :