ওডিআই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছে পাকিস্তান দল। নিজেদের ন`টি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে তারা। পাঁচটি ম্যাচেই হারতে হয়েছে তাদের। নিজেদের শেষ ম্যাচেও পাকিস্তান হেরে গিয়েছে। ইংল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপের অভিযান শেষ করেছে।
গত বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা পাকিস্তানের এই হাল দেখে দেশের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার হতাশ সকলেই। সেই হতাশা গোপন করেননি দেশের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা। পাকিস্তানের খেলায় যে তিনি হতাশ, তা জানিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে রামিজ রাজা জানিয়েছেন, `(ইংল্যান্ডের বিপক্ষে) ব্যাটিং পারফরম্যান্স দেখলেও বোঝা যায় যে পাকিস্তান এখনও ১৯৮০-র দশকের ক্রিকেট খেলছে। পাকিস্তান এইভাবে কিন্তু বিশ্ব ক্রিকেটে বেঁচে থাকতে পারবে না। তারা এইধরনের ক্রিকেট খেললে ভালো দলকে হারানোর স্বপ্ন তাদের ছেড়ে দিতে হবে। বাকি দলগুলো আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। তাদেরকে শুধুমাত্র ভাবনাচিন্তা অথবা পরিকল্পনা দিয়ে হারানো সম্ভব নয়। এইধরনের ক্রিকেট খেলে আমরা বর্তমান দিনে ভালো দলগুলোকে কোনওরকম কোন লড়াই দিতে পারব না। আমি আশা রাখছি আমাদের ভুলগুলো, আমাদের নেগেটিভ ব্যাপারগুলোর প্রতি সঠিকভাবে দৃষ্টি দেওয়া হবে।`
তিনি আরও যোগ করেন, `এই দলের মানসিকভাবে উন্নতির দরকার রয়েছে। কারণ এই দলটার নিউক্লিয়াস একই থাকবে।পরের বিশ্বকাপ পর্যন্ত এটা এক থাকবে। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এখনও অনেক তরুণ রয়েছে। ওদের প্রতি দৃষ্টি দিলে আমরা আগামিদিনে ভালো ফল করবই। দলের সবথেকে খারাপ বিষয় দলের খারাপ বোলিং পারফরম্যান্স। অন্যদের স্পিন বিভাগ যা করেছে, সেই তুলনায় আমাদের স্পিন বিভাগ একেবারে ম্যাড়মেড়ে লেগেছে। পাক ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা নিয়ে ও প্রশ্ন রয়েছে। উপমহাদেশের কোনও দল এমন খারাপভাবে স্পিন খেলছে, এই বিষয়টাই আমার কাছে নতুন। স্পিনারদের বিরুদ্ধে একেবারে সাদামাটা লেগেছে পাক ব্যাটারদের। ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে হার তাদের উপর খারাপ প্রভাব ফেলেছে। যখন আক্রমণাত্মক ক্রিকেট খেলার দরকার ছিল, তখন ব্যর্থ হয়েছে দল। ফলে চলতি বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছে তারা।`
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :