AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমি ফাইনালের সম্ভাব্য একাদশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪২ পিএম, ১৫ নভেম্বর, ২০২৩
ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমি ফাইনালের সম্ভাব্য একাদশ

টানা ম্যাচ জয়ের পর এবারের বিশ্বকাপে নকআউটে জায়গা করে নিয়েছে ভারত। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে তারা ফাইনালে উঠেছে। স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া।  

ব্যাটিং অর্ডার হোক কিংবা বোলিং, উভয় বিভাগেই এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে ভারত। তবে নকআউটে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হলেই একটা চাপের মুহূর্ত তৈরি হয়। কারণ অতীত দেখলে দেখা যাবে ভারতের খেতাব জয়ের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। তা সে বিশ্বকাপের মঞ্চেই হোক কিংবা আইসিসির কোনও ইভেন্টে। কেন উইলিয়ামসনের দলের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে মেন ইন ব্লুর।

২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল। সেবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। ধোনির রানআউট চোখের জলে বিদায় নিয়ে হয় টিম ইন্ডিয়াকে। এমনকী ২০১১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও একই অবস্থা হয়ে হয় বিরাট কোহলিদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে খেতাব হাতছাড়া করতে হয়। এবার ফের একবার সেমিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।

অতীতের পরিসখ্যান বেশ কিছুটা হলেও চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে। যদিও তাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারত সেমিতেও নিজেদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া। তাই মুম্বইয়ের ওয়াংখেড়েতে দলের টিম কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়া নিজেদের উইনিং কম্বিনেশন বজায় রেখেই বাজিমাত করতে মরিয়া। যদিও মুম্বইয়ের পিচ স্পিন সহায়ক। ফলে অশ্বিনকে দেখে যেতে পারে বলে মনে করছেন বিশেজ্ঞরা। বিশ্বকাপে দলে থাকলেও এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলার সুযোগ পাননি এই সিনিয়র স্পিনার। অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও এই ম্যাচে তাঁর দলে থাকার সম্ভাবনা খুব কম বললেই চলে।

নিউজিল্যান্ড দলের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে, গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। এই ম্যাচে তারা চাইবে বদলা নিতে। অতীতে নকআউটে নিউজিল্যান্ড অনেকটাই চাপে রেখেছে ভারতকে। সেই পরিসখ্যান আজ তারা কাজে লাগাতে পারেন কিনা সেই দিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট বিশ্ব। তবে ভারত নিজের হোম গ্রাউন্ডে খেলতে নামছে, স্বাভাবিক ভাবেই কিউয়িদের থেকে তারা এগিয়ে নামবে এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত এবং নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:-

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন এবং ট্রেন্ট বোল্ট।

একুশে সংবাদ/এস কে

Shwapno
Link copied!