AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ জয় মূল লক্ষ্য: রোহিত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৬ পিএম, ১৫ নভেম্বর, ২০২৩
বিশ্বকাপ জয় মূল লক্ষ্য: রোহিত

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। ঘটনাচক্রে যা আবার গত ওডিআই বিশ্বকাপ অর্থাৎ ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ঘটতে চলেছে।দুর্ভাগ্যজনকভাবে সেই ম্যাচ ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ড দলের কাছে। ঘটনার চার বছর বাদে এবার ওয়াংখেড়েতে কিউয়িদের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। সে কথা জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনাল ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত স্পষ্ট করে দিয়েছেন বিশ্বকাপ জয় মূল লক্ষ্য। 

রোহিত শর্মা জানিয়েছেন, ‘আমি মনে করি এখন এই সব(ব্যক্তিগত রেকর্ড ) নিয়ে ভাবার একটুও সময় নেই। আমাদের লক্ষ্য রয়েছে সেমিফাইনাল ম্যাচে। আগামীকাল আমাদের হাতে কী রয়েছে সেটা নিয়ে আমরা ভাবব। ম্যাচটা কীভাবে জিতব তা নিয়ে ফোকাস করব। এই সময়ে অন্যদিকে ফোকাস নড়ে গেলে একেবারেই চলবে না। আমি সত্যি বলছি আমার হাতে এখন সময় নেই নিজের বিশ্বকাপ অভিযান নিয়ে ভাবার। অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবারও সময় নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ হল কীভাবে জয়টা আমরা ছিনিয়ে আনব। কীভাবে পরিকল্পনা করে সফলতা পাব। গোটা বিষয়টা তার উপরে দাঁড়িয়ে রয়েছে। হয়তো ১৯ নভেম্বরের পরে (বিশ্বকাপ ফাইনালের পরে) আমি বিষয়টা নিয়ে ভাবব। এই মুহূর্তে আমাদের একটাই ধ্যান ধারণা। আর তা হল দলের হয়ে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচটা জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করা।’

রোহিত আরও যোগ করে বলেছেন, ‘বিশ্বকাপ মানেই হাই প্রোফাইল একটা টু্র্নামেন্ট। প্রত্যেকে এটা দেখছে। গোটা বিশ্বের নজর রয়েছে এই টু্র্নামেন্টে। ভারতীয় দল হিসেবে ভালো ক্রিকেটটা খেলতে চাই। আর সেই কাজটাই কিন্তু আমরা গোটা টু্র্নামেন্ট জুড়ে করে এসেছি। এখন পর্যন্ত আমরা অত্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। তা কেউ অস্বীকার করতে পারবে না। তারপরেও আমরা জানি এই সপ্তাহটা আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের দলের জন্য একটাই কথা বলব এতদিন যে ক্রিকেটটা আমরা খেলে এসেছি সেখানে আলাদা করে আর বেশি কোনও পরিবর্তন করার প্রয়োজন নেই। বিশ্বকাপের আগে আমাদের যে মানসিক প্রস্তুতি ছিল তা ধরে রাখলেই হবে।’ 

প্রসঙ্গত চলতি ওডিআই বিশ্বকাপে ব্যাটার রোহিত ইতিমধ্যেই ৯ ম্যাচে করে ফেলেছেন ৫০২ রান। স্ট্রাইক রেট ১২১.৫০। প্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে আক্রমণাত্মক শুরু করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালেও দলের হয়ে এমন একটা আক্রমণাত্মক ইনিংস উপহার দেবেন রোহিত এমনটাই আশা ভারতীয় ভক্তদের।
একুশে সংবাদ/এস কে 

Link copied!