আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। যেখানে কিউই বোলারদের পাত্তা না দিয়ে অর্ধ শতক তুলে নিয়েছেন শুভমান গিল। এতে দলীয় শতরান পেরিয়েছে মেন ইন ব্লুজরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২০ ওভারে এক উইকেটে ১৫০ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত দলপতি রোহিত শর্মা। দলের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ম্যাচের শুরু থেকেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন এ দুই ব্যাটার।
তবে ম্যাচের নবম ওভারে এ জুটিতে আঘাত হানেন টিম সাউদি। তার স্লোয়ারে মিড অফে খেলতে গিয়ে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন রোহিত। আউট হওয়ার আগে ৪৭ করেন তিনি।
এরপর বাইশ গজে আসেন বিরাট কোহলি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন শুভমান গিল। সেই সঙ্গে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নিয়েছেন গিল।
এখন গিল ৭৪ ও কোহলি ২৬ রানে অপরাজিত আছেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :