আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। যেখানে কিউই বোলারদের পাত্তা না দিয়ে অর্ধ শতক তুলে নিয়েছেন শুভমান গিল।তবে সেঞ্চুরির পথে থাকা গিল চোট নিয়ে মাঠের বাইরে চলে গেলছেন।
ম্যাচ তখন ২২.৪ ওভার। স্যান্টনারের বলটি লং অনে ঠেলে এক রান নেন বিরাট কোহলি। নন স্ট্রাইক প্রান্ত থেকে রান পূর্ণ করতে স্ট্রাইক প্রান্তে দৌড় দেন গিল। কিন্তু পায়ের পেশিতে টান লাগায় ৭৯ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন এ ব্যাটার। তবে গিলের চোট কতটা গুরুত্বর সেটি এখনো জানা যায়নি।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা-শুভমান গিল নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন।
তবে নবম ওভারে টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন রোহিত। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪৭ রান।
রোহিত ফেরার পর রানের গতি কিছুটা কমেছিল। তবে সেটা ভালোভাবেই সামাল দিয়েছেন গিল। তাতে ১৩তম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে স্বাগতিকরা। তিনে নেমে কোহলি ধীর গতির শুরু করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার।
গিল মাঠ ছাড়ার পর ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কোহলি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :