AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টসের ক্ষেত্রে কারচুপি করছে ভারত: সিকান্দর বখত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩১ পিএম, ১৬ নভেম্বর, ২০২৩
টসের ক্ষেত্রে কারচুপি করছে ভারত: সিকান্দর বখত

ভারতকে আলাদা বল দেওয়া হচ্ছে, ভারতের সুবিধার্থে পিচ পালটানো হচ্ছে - সেইসব বিষয় নিয়ে হইচইয়ের পর নতুন একটা তত্ত্ব নিয়ে হাজির হল পাকিস্তানের ক্রিকেট মহল। ঘুরিয়ে প্রাক্তন ক্রিকেটার ইঙ্গিত করেন যে টসের ক্ষেত্রে কারচুপি করছে ভারত।

টসের ক্ষেত্রেও নাকি ভারতীয় দল জালিয়াতি করছে? ঘুরিয়ে এমনই ইঙ্গিত দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সিকান্দর।

তাঁর দাবি, যখনই টস করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, তখন অনেকটা দূরে কয়েনটা ছুড়ে দিচ্ছেন। ফলে ম্যাচ রেফারি যেটা বলছেন, সেটা বিশ্বাস করতে হচ্ছে। অন্য দলের অধিনায়করা নিজেরা দেখতে পাচ্ছেন না যে কয়েনের কোন দিকটা পড়েছে। বুঝতে পারছেন না যে কে টসে জিতেছেন। তবে শুধু তিনি নন, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি এবং শ্রীলঙ্কা নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে বুধবার প্রথম সেমিফাইনালে নাকি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টসের সময় নাকি কয়েন না দেখেই ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট বলে দেন যে টসে জিতেছে ভারত। যদিও বিষয়টি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

সেই যাবতীয় বিতর্কের সূত্রপাত হয় প্রথম সেমিফাইনালের মধ্যেই। বুধবার সেমিফাইনালে কয়েন ফ্লিপ করেন রোহিত। টসে জেতে ভারত। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। যে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ ম্যাচের প্রথম ৫০ ওভারে পেস বোলারদের জন্য পিচে বিশেষ কিছু ছিল না। স্পিনাররা কিছুটা সহায়তা পেলেও পেসারদের মুখে হাসি ফোটায়নি ওয়াংখেড়ের পিচ। কিন্তু ফ্লাডলাইটের আলো দ্বিতীয় ইনিংসের শুরুর ১০ ওভারে পিচ থেকে সুবিধা আদায় করে নেন পেসাররা। বল সিম এবং সুইং হচ্ছিল। তারপর অবশ্য পিচটা পুরো ব্যাটারদের জন্য হয়ে যায়।

সেই পরিস্থিতিতে নেটিজেনদের একাংশ দাবি করেন যে সেমিফাইনালে অ্যাডভান্টেজ পেতে টসে কারচুপি করেছে ভারত। কারণ টস একটা বড় ফ্যাক্টর ছিল। বিষয়টি সরাসরি না বললেও কিছুটা হেসে পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো টিভির অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সিকন্দর বলেন, ‘রোহিত শর্মা যখন টস করেন, তখন (কয়েনটা) দূরে ফেলেন। অপর ক্যাপ্টেন তখন গিয়ে দেখেন না যে কয়েনের কোন দিকটা পড়েছে।’

সিকন্দরের সেই বক্তব্যের মধ্যেই এবার বিশ্বকাপে ভারতের একাধিক ম্যাচের ফুটেজ দেখানো হয়। আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, আফগানিস্তান-নিউজিল্যান্ড, পাকিস্তান-নিউজিল্যান্ড, ইংল্যান্ড-আফগানিস্তানের মতো ম্যাচের টসেরও ফুটেজ দেখানো হয়। তাতে বোঝানোর চেষ্টা করা হয় যে রোহিতই একমাত্র দূরে কয়েন ফেলছেন। মোটামুটি কাছেই কয়েন ফেলেছেন বাকি অধিনায়করা। যে তালিকায় আছেন বাবর আজম, কেন উইলিয়ামসনরা।

শুধু তিনি নন, নেটিজেনদের একাংশও সেই অভিযোগ তুলেছেন। শ্রীলঙ্কার এক নেটিজেন বলেন, ‍‍`টসের ভিডিয়োটা বাববার দেখুন। কয়েন দেখার আগেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বলে দেন যে ভারত টস জিতেছে।‍‍` যদিও ভারতীয় নেটিজেনরা পালটা দিয়েছেন। তেমনই এক নেটিজেনের কথায়, ‘ব্যস, শুরু হয়ে গেল কান্না।’ অপর একজন বলেন, ‘কাঁদছেন? তা ভালো করেই কাঁদুন।’

একুশে সংবাদ/এস কে 

Link copied!