AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে কারণে নির্বাচক হতে চান না পাইলট


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:০৫ পিএম, ১৬ নভেম্বর, ২০২৩
যে কারণে নির্বাচক হতে চান না পাইলট

বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেল। ভরাডুবির দায়ে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বের এই প্যানেলকে তোলা হচ্ছে কাঠগড়ায়। এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে নান্নুর চুক্তি।

জানা গেছে, নতুন করে তার চুক্তি আর বাড়ানো হচ্ছে না। গুঞ্জন রয়েছে হাবিবুল বাশার সুমনেরও না থাকা নিয়ে। তবে টিকে যেতে পারেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক। সেক্ষেত্রে নতুন নির্বাচক হওয়ার আলোচনায় রয়েছে বেশ কিছু নাম।

গুঞ্জন রয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে নিয়েও। তবে তিনি কতটা আগ্রহী এই পদের জন্য? এক্ষেত্রে দেশের এক সংবাদমাধ্যমকে তিনি এক বাক্যেই জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তার জন্য এই চাকরি করা কঠিন। পারিবারিক কারণই দেখিয়েছেন তিনি।

পাইলট বলেন, বেশ কিছু সমস্যা আছে। এই মুহূর্তে করা সম্ভব নয় আমার জন্য। প্রস্তাব আসলেও করাটা হয়ে উঠবে না। কারণ আমার মা অসুস্থ, বেশিরভাগ সময় আমার রাজশাহীতে থাকতে হয়। এটাই কারণ, কেননা সিলেক্টর একটা গুরুত্বপূর্ণ চাকরি। সারাক্ষণ মাঠে মাঠে সময় দিতে হবে।

নির্বাচক হতে আগ্রহী নন কি ঠিক এই একটা কারণেই। পাইলটের জবাব, অবশ্যই এটা অনেক সম্মানের চাকরি। কিন্তু এই মুহূর্তে সম্ভব না। মায়ের পাশে থাকার কারণে সময় বের করা কঠিন হয়ে যাবে। সিলেক্টরের চাকরি হয়তো ১০ বছর পরেও পেতে পারি। কিন্তু মাকে তো আর পাবো না।

নতুন সিলেক্টর হিসেবে কাদের দেখতে চান বা কেমন লোক দেখতে চান এমন প্রশ্নে পাইলট বলেন, দেখতে চাই অবশ্যই যে মাঠে মাঠে খেলা দেখবে। ক্রিয়েটিভ লোক চাই, আইডিয়া থাকতে হবে। কোথা থেকে আনতে হবে খেলোয়াড় কষ্ট করবে এমন। সৎ থাকবে দেশের জন্য এমন লোক চাই।

একুশে সংবাদ/এস কে 

Link copied!