রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া অবাক করার মতো কাজ করছে। ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এই যাত্রায় এখনও হারের মুখে পড়েনি দলটি। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়েছে ভারত। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার সেঞ্চুরি করেন, আর মহম্মদ শামি নিয়েছিলেন সাত উইকেট।
টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সের প্রশংসা হচ্ছে চারদিকে। আর রোহিত শর্মার প্রশংসাও হচ্ছে। তাঁর অধিনায়কত্ব এবং ব্যাটিং উভয়ই প্রশংসিত হচ্ছে। রোহিত ভারতকে প্রতি ম্যাচেই বিস্ফোরক সূচনা দিচ্ছেন। আর বিশ্ব এ নিয়ে পাগল। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করেছেন রোহিত। আর তা দেখে নিজেকে আটকাতে পারেননি প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার।
শোয়েব আখতার বলেন, ‘রোহিত বড় ইনিংস খেলতে না পারায় তিনি হতাশ। তবে নির্ভীক ব্যাটিংয়ের জন্য ভারতীয় অধিনায়কের অনেক কৃতিত্ব পাওয়া উচিত।’ শোয়েব আখতার তাঁর ইউটিউবে বলেছেন, ‘নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। রোহিত শর্মা এমনভাবে খেলছিলেন যেন বোল্ট এবং স্যান্টনারের সঙ্গে কোনও সমস্যাই ছিল না। তাদের পিটিয়ে পিটিয়ে একেবারে ভর্তা তৈরি করে দিয়েছিল। তবে রোহিত সেঞ্চুরি করতে না পারায় আমি একটু দুঃখিত। এই টুর্নামেন্টে অনেক সেঞ্চুরি করতে পারতেন, সেমিফাইনালে ফিফটি মারতে পারতেন। তবে এটা বড় কথা নয়। ফাইনালে তিনি এটা করতে পারেন। পুরো কৃতিত্ব যায় অধিনায়ক ও ব্যাটসম্যান রোহিত শর্মাকে। সে দারুণ মার দিয়ে শুরু করে প্রতিপক্ষের অবস্থা খারাপ করে দেয়। রোহিত শর্মা প্রথমে আঘাত করে চাপটা সরিয়ে দেন।’
জানিয়ে রাখি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। ওয়ানডে বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি ছক্কা তার নামে। মাত্র ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন ৩৬ বছর বয়সি রোহিত শর্মা। এর মধ্যে রয়েছে চারটি ছক্কা এবং একই সংখ্যক চার। ক্রিকেট বিশ্বকাপে এখন রোহিতের নামে ৫১টি ছক্কা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পিছনে ফেলেছেন রোহিত শর্মা। গেইলের নামে ৪৯টি ছক্কা রয়েছে। তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডে বিশ্বকাপে ৪৩টি ছক্কা মেরেছেন ম্যাক্সি।
আমরা যদি প্রথম সেমি সম্পর্কে কথা বলি, ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রোহিতের পর শুভমনও দ্রুত ফিফটি করেন। এরপর বিরাট কোহলির সঙ্গে সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার। ভারত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৯৭ রান করে। জবাবে, সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, নিউজিল্যান্ড মাত্র ৩২৭ রান করতে পারে। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রান করেন ডারিল মিচেল। যেখানে কেন উইলিয়ামসন করেন ৬৯ রান এবং গ্লেন ফিলিপস করেন ৪১ রান।
দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করেন ডেভিড মিলার। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স তিনটি করে এবং জোশ হেজেলউড ও ট্র্যাভিস হেড দুটি করে উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :