ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। এর দু’দিন পর মঙ্গলবার ভারতের আহমেদাবাদে বসছে আইসিসির বোর্ড সভা। শ্রীলংকার ওপর নিষেধাজ্ঞা, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ, রিজার্ভ ফান্ড, ওয়ানডে সুপার লিগসহ বছরের শেষ বোর্ড মিটিংয়ে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা।
এদিন প্রথমেই আলোচনায় আসবে শ্রীলংকার ক্রিকেট। সম্প্রতি দেশটির সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। লংকান ক্রিকেটের স্ট্যাটাস তুলে ধরবে নিয়ন্ত্রক সংস্থা। যেখানে বড় ভূমিকা রাখবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।
লংকা বোর্ডের উপর রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে তিনি মে মাস থেকে তদন্ত করে আসছিলেন। জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপ আয়োজনের কথা শ্রীলংকার। দু’মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হবে বোর্ড সভায়।
বিশ্ব আসরের পর ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা করবে আইসিসি। ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফো বলছে, অন্তত দুটি সদস্য দেশ ১৩ দলের ওয়ানডে সুপার লিগ পুনরায় চালুর দাবি জানাবে।
তবে ১৪ দেশের অংশগ্রহণে ২০২৭ বিশ্বকাপ ও বাছাই প্রক্রিয়া ঠিক হয়ে যাওয়ায় ২০২৮ সালের আগে সুপার লিগ সম্ভব না। এদিকে দীর্ঘদিন পর নতুন করে শুরুর অপেক্ষায় আইসিসির হাই পারফরম্যান্স প্রোগ্রাম। প্রক্রিয়াটা ঠিক হবে বোর্ড সভায়।
আইসিসির নতুন রেভিনিউ মডেলও থাকছে এজেন্ডায়। একটা রিজার্ভ ফান্ড গঠনের দিকে এগুচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। যেখানে বছরে ১০০ মিলিয়ন ডলার জমা করার পরিকল্পনা। বিনিয়োগ করা হবে ক্রিকেট উন্নয়নে।
২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট। সম্ভাব্য বাছাই প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বোর্ড সভায়। পরবর্তী আসর থেকে ৬ এর বেশি দেশ যাতে অংশ নিতে পারে সে দাবিও উঠতে পারে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :