আজ বিশ্বকাপের ফাইনাল। রোববার ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরার ম্যাচে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। তৃতীয়বার বিশ্বজয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত।আর ষষ্ঠবারের মতো ট্রফি উঁচিয়ে ধরার জন্য নামবে অস্ট্রেলিয়া।
১ লক্ষ ৩০ হাজার দর্শকধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেটপ্রেমীদের আশায় কি জল ঢালবে বৃষ্টি! কী বলছে আবহাওয়া?
এবার বিশ্বকাপে শুরুটা ভাল না হলেও ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন প্যাট কামিন্সরা। এদিকে এখনও অপ্রতিরোধ্য ভারত। ফাইনালে নামার আগে ফুঁটছে গোটা ভারত। আহমেদাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এই ম্যাচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঝকঝকে আবহাওয়া থাকবে। দিনের বেলা তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি। আর্দ্রতার পরিমাণ ৩৮-৬০ শতাংশ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :