বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়ছে অস্ট্রেলিয়া। যেখানে প্রথম ইনিংস বল হাতে শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে স্পর্শ করেছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।
২০০৭ বিশ্বকাপে বল হাতে ২৩ উইকেট শিকার করেছিলেন মুরালিধরন। যা বিশ্বকাপের ইতিহাসে এতদিন ছিল কোনো স্পিনারের নেয়া সর্বোচ্চ উইকেট। দীর্ঘ ১৬ বছর পর এবারের বিশ্বকাপে মুরালিধরনের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন জাম্পা।
এবারের বিশ্বকাপ ১১ ম্যাচে ৯৬ ওভার বল করে ২৩ উইকেট নিয়েছেন জাম্পা। এবারের আসরে তার সেরা বোলিং ফিগার ৮ রানের বিনিময়ে ৪ উইকেট।
আজ ফাইনালে ১০ ওভার বল করে ৪.৪ ইকোনোমিতে ৪৪ রান খরচ করে ১টি উইকেট শিকার করেছেন জাম্পা। নিয়ন্ত্রিত বোলিং করে ভারতের দলীয় সংগ্রহকে বেশি হতে দেননি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :