শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ইউরো ২০২৪ বাছাইপর্ব শেষ করেছে পর্তুগাল। রোববার অনুষ্ঠিত গ্রুপ ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। এর আগে জার্মানিতে অনুষ্ঠিতব্য আগামী বছরের টুর্নামেন্টের আসন নিশ্চিত করেছে সার্বিয়া। এদিকে বছাইপর্বের আরেক ম্যাচে বেলজিয়ামের হয়ে চার গোল করেছেন রোমেলো লুকাকু।
গতকাল অনুষ্ঠিত জে’ গ্রুপের ম্যাচে পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেস এবং রিকার্ডো হোর্তা দুটি করে গোল করলেও স্কোরসিটে নেই সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সবকটিতেই জয় নিশ্চিত করে পর্তুগাল।
রোনালদোর ক্যারিয়ারের শেষ এই শীর্ষ টুর্নামেন্টে এবার শিরোপা ফেভারিট হিসেবেই মাঠে নামবে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা। এদিন জেনিসায় বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়ায় পর্তুগালের সঙ্গে আট পয়েন্টে পিছিয়ে থেকেও দ্বিতীয়স্থান নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে স্লোভাকিয়া। লিখটেনস্টেইনের বিপক্ষে ১-০ গোলে জয় পাওযায় আরো ৫ পয়েন্টে পিছিয়ে থাকা লুক্সেবার্গ প্লে অফে খেলার সুযোগ নিশ্চিত করেছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :