এদিকে রোববার অনুষ্ঠিত ইউরো বাছাইপর্বের অন্য আরেক ম্যাচে বুলগেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সার্বিয়া। তবে এর আগে চারবার টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়া এই দলটি এবার ঠিকই পেয়ে গেছে জার্মানির টিকিট। জি’ গ্রুপ থেকে ২য় স্থান নিয়েই বাছাইপর্ব শেষ করেছে তারা। এই গ্রুপের শীর্ষস্থানে রয়েছে হাঙ্গেরি।
সার্বিয়ার কোচ ড্রাগান স্টোজকোভিচ বলেন, ‘খেলোয়াড়রা হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা দেখিয়েছে এবং নিজেদের উপর বিশ্বাস রেখেছিল। এটি সার্বিয়ান ফুটবলের জন্য একটি বড় দিন। অবশেষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সার্বিয়া। আমি আমার ছেলেদের অভিনন্দন জানাই, যারা শেষ পর্যন্ত লড়াই করেছে এবং বিশ্বাস রেখেছে। আমরা খুশি এবং সন্তুষ্ট।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :