ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ লেবাননের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে দারুণ লড়াই করলেও গোলরক্ষকের ভুলে গোল হজম করেছিল লাল-সবুজরা। তবে কয়েক মিনিট পরই অবিশ্বাস্য এক গোলে সমতা ফিরিয়েছেন শেখ মোরসালিন।
আগের ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকেই উজ্জীবিত খেলা উপহার দিতে থাকে লাল-সবুজরা। প্রতিবারই নীচ থেকে বিল্ড আপের মাধ্যমে খেলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করতে থাকেন জামাল ভূঁইয়ারা।
সপ্তম মিনিটে বাংলাদেশের গোলমুখে প্রথম শট নেন লেবাননের লেফট উইঙ্গার নাদের মাতার। তার শট গোলবারের ওপর দিয়ে যায়। মিনিট ছয়েক পর হিলাল এল-উইর আরেকটি অফ টার্গেট শট বাংলাদেশের পোস্টের ওপর দিয়ে চলে যায়।
এর পরের কয়েক মিনিটে বাংলাদেশ বল পজিশন বাড়ায়। ২৪ মিনিটে জামালের ফ্রি কিক থেকে অন টার্গেট হেড করেছিলেন বিশ্বনাথ ঘোষ। তবে সে যাত্রায় সফলতা পাননি তিনি। পরের মিনিটে শেখ মোরসালিনের দারুণ এক পাস পেয়েও তা কাজে লাগাতে পারেননি সোহেল রানা।
প্রথমার্ধের বাকি সময়ে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। যেখানে লেবাননের গোলমুখে বারবার আক্রমণে যেতে থাকে লাল-সবুজরা। ম্যাচের ৪৫ মিনিটে দারুণ এক সেট আপে গোলের সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি শেখ মোরসালিন।
কোনো দল গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত সমানে সমান ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও শুরুটা ভালোই করে বাংলাদেশ। এ সময় ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমাকে উঠিয়ে নেয়া হয়। তার জায়গায় নামেন মেহেদী হাসান শ্রাবণ।
ম্যাচের ৬৭ মিনিটে জটলার ভেতর হাস্যকর ভুল করে বসেন গোলরক্ষক শ্রাবণ। সুযোগ বুঝে আলতো টোকায় বল বাংলাদেশের জালে জড়ান লেবাননের মাজেদ ওসমান।
গোল খেয়ে অবশ্য মুষড়ে পড়েনি বাংলাদেশ। যার প্রমাণ হিসেবে মিনিট পাঁচেকের মাথায় ডি বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য শটে গোল করেন শেখ মোরসালিন। তার বুলেট গতির শট আটকানোর ক্ষমতা ছিল না লেবানন গোলরক্ষকের।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :