AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ বিসিবি নির্বাচকদের সঙ্গে সাকিব-হাথুরুর বৈঠক


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:২৩ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
হঠাৎ বিসিবি নির্বাচকদের সঙ্গে সাকিব-হাথুরুর বৈঠক

জাতীয় দলের টিম ডিরেক্টর ও নির্বাচকদের সঙ্গে বিসিবি কার্যালয়ে বৈঠকে বসেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান ও হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহে। কী কারণে এ বৈঠক তা এখনো জানা যায়নি।

২০০৩ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে এতো বাজে ভাবে হেরে বিদায় নিয়েছে সাকিবের নেতৃত্বাধীন টাইগাররা। বিশ্বকাপ ব্যর্থতার পর এবার প্রথমবার জাতীয় দলের নির্বাচক ও দলের টিম ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে নির্বাচকরা আলোচনা করবেন সাকিবের সঙ্গে। পাশাপাশি বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও বৈঠকে বসার কথা বোর্ডের। যদিও বাংলাদেশের সকল সিনিয়র খেলোয়াড়রা আপাতত ব্যস্ত। তবে তামিমের সঙ্গে শিগগিরি আলোচনায় বসবে বোর্ড।

এদিকে বিশ্বকাপ ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছে বিসিবি। ফলে আগামী বিশ্বকাপের জন্য দলকে ঢেলে সাজাতেই হয়তো সিনিয়রদের শরণাপন্ন হতে পারে বোর্ড। তাই প্রথমে সাকিবের সঙ্গে আলোচনা করবেন নির্বাচকরা।  


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!