বিশ্বকাপ শুরুর ক’দিন আগেও টাইগার স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। তবে নানা জল্পনা-কল্পনা শেষে বিশ্বকাপ দলে সুযোগ পান তিনি। সেই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন দেশের অভিজ্ঞ এ ক্রিকেটার।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। অজিরা শ্রেষ্ঠত্ব অর্জন করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অনেকেই। সেই উজ্জ্বল তারকাদের নিয়ে অনেকেই তৈরি করছেন সেরা একাদশ। এবার সে তালিকায় যুক্ত হলেন ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন।
অ্যান্ডারসনের বিশ্বকাপ সেরা একাদশে আছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অবশ্য বিশ্বকাপ সেরা একাদশ ব্যাটিং পজিশন বা ক্রিকেটারের ভূমিকা বিচার করে তৈরি করেননি। একাদশে প্রত্যেক দেশ থেকে একজন করে ক্রিকেটার রেখেছেন তিনি। যেখানে একমাত্র ভারত থেকে রেখেছেন দুজন ক্রিকেটারকে।
বাংলাদেশ থেকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি বিশ্বকাপে বাংলাদেশের অন্ধের যষ্টি হয়ে একাই ধরেছিলেন হাল। কিন্তু একা আর কতটুকুই লড়াই করা যায়। রিয়াদ ভালো করলেও দলের হয়েছে ভরাডুবি। তা সত্ত্বেও বিশ্বকাপপরবর্তী কাটা-ছেঁড়ায় বারবার উঠে আসছে রিয়াদের নাম।
জেমস অ্যান্ডারসনের বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশ-
ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসমতউল্লাহ শাহিদী (আফগানিস্তান), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), জেরার্ল্ড কোয়েৎজি (দক্ষিণ আফ্রিকা), দিলশান মধুশঙ্কা (শ্রীলংকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ শামি (ভারত)।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :