AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘অভিশাপ’র জেরেই হাতছাড়া ভারতের বিশ্বকাপ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৩ পিএম, ২৩ নভেম্বর, ২০২৩
‘অভিশাপ’র জেরেই হাতছাড়া ভারতের বিশ্বকাপ!

ঘরের মাঠে খেলে বিশ্বকাপ ঘরে তুলবে ভারত। গত মাস খানেক ধরে এই আশায় বুক বেঁধেছিলেন ভারতীয়রা। ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। রোববার অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হার হয়েছে ভারতের। চলতি বছরের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েও ফাইনাল ম্যাচে তেমন মনে রাখার মতো পারফরম্যান্স ছিলোনা ভারতীয় বোলার মোহাম্মেদ শামির। অথচ ঠিক তার আগের ম্যাচে, সেমিফাইনালেন সাতটি উইকেট নিয়েছিলেন তিনি।

বিশ্বকাপ ট্রফি ভারতের হাতছাড়া হওয়ার পরে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই একাধিক ইঙ্গিতবাহী পোস্ট করে ফেলেছেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। শামির নাম উল্লেখ না করেই হাসিন বলেন, ‘ভাল মানুষদের সঙ্গে আখেরে ভালই হয়, শেষ পর্যন্ত তারাই জেতেন।’

এবার নতুন এক পোস্টে হাসিন লিখেছেন, ‘অভিশাপ ফলতে সময় লাগে!’ এই পোস্টের নিশানাতেও তো তার প্রাক্তন স্বামী শামিই?

সোশাল মিডিয়ার পাতায় একটি পোস্টে হাসিন লেখেন, ‘আমার প্রার্থনারই যদি এত জোর হয়, তা হলে ভাবুন আমার অভিশাপের তেজ কত! আর এটা তো জানা কথা... প্রার্থনা আর অভিশাপ, দুটোই ফলতে সময় লাগে।’

এর আগে একটি পোস্টে শাহরুখ খানের একটি জনপ্রিয় সংলাপ ব্যবহার করে হাসিন বলেন, ‘জীবনে যতই দুঃখ আসুক, যতই সুখ আসুক, যতই উত্থান আসুক, যতই পতন আসুক, শেষ পর্যন্ত ভাল লোকেরাই জেতে।’

শামির নাম উল্লেখ না করলেও হাসিনের নিশানায় যে ছিলেন ভারতীয় বোলারই, তা বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকদের।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের আগে একটি সাক্ষাৎকারে হাসিন বলেছিলেন, ‘শামি ক্রিকেটার হিসাবে যত ভাল, মানুষ হিসাবেও ততটাই ভাল হলে আমাদের জীবনটা অন্য রকম হতে পারত। আমি, আমার স্বামী ও আমার মেয়ে- তিন জন মিলে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। কিন্তু, তার জন্য আগে শামিকে একজন ভাল মানুষ হতে হত। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভাল স্বামী ও ভাল বাবা হলে আমরা সমাজে আরও অনেক বেশি সম্মান পেতাম।’

Link copied!