ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। মাঠের বাইরে থাকলেও নিজ দেশের খেলার খবর সবসময়ই রাখেন। গতকালের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়েও নিজের মতামত জানিয়েছেন আল হিলালের এই ফরোয়ার্ড।
বুধবার সকালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিকো ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেছে ভয়ংকর সব মুহূর্ত। মারাকানা স্টেডিয়াম তখন কুরুক্ষেত্রে পরিণত হয়।
এদিন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে দুই দলের ফুটবলাররা মাঠে নামার আগেই শুরু হয় গন্ডগোল।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টাইন সমর্থকেরা দুয়ো দিলে তাদের পেটানো শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। গ্যালারিতে তখন দাঙ্গা শুরু হলে তা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছেন পুলিশ। তাতে ৩০ মিনিট দেরিতে শুরু হয় সুপারক্লাসিকো।
অন্যদিকে লিগামেন্টের চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারেননি নেইমার। খেলতে না পারলেও ব্রাজিল-আর্জেন্টিনা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখেছেন তিনি। ম্যাচের ভয়ংকর পরিস্থিতি যেন তাকেও স্পর্শ করেছে। খেললে তিনিও হামলাকারীদের ‘লক্ষ্যবস্তু’ হতে পারতেন বলে আশঙ্কা করেছেন।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভালো খেলা ছিল। ক্লাসিক ও বেশ উত্তাপ ছিল। এই ম্যাচ খেললে আমি তো অনেক মার খেতাম। আমার কাছে এটা তালগোল পাকানো এক ম্যাচ মনে হচ্ছিল।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :