বিশ্বকাপ জয়ের পর ট্রফি পায়ের নিচে রেখেছিল বিশ্বকাপজয়ী তারকা মিচেল মার্শ। এই ছবিটি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন মার্শ। তাতেই নেট দুনিয়ায় তার নামে সমালোচনার ঝড় উঠেছে।
এমন একটি ছবি পোস্ট করার পর থেকে ভারতীয় ক্রিকেট ভক্তরা তাকে ধুয়ে দিচ্ছেন। তাদের দাবি, বিশ্বকাপ ট্রফিকে অসম্মান করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এবার থানার দ্বারস্থ হলেন এক ভারতীয় ক্রিকেট ভক্ত। মার্শের বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জানিয়েছেন পন্ডিত কেশব।
আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট কেশব। মার্শের বিরুদ্ধে দিল্লি গেট থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি। তার দাবি, অজি ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি পায়ের নিচে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয়দের অনুভূতিতে আঘাত করেছেন।
কেশবের মতে, ওই ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতীয়র মর্যাদার অপমান। তিনি অভিযোগপত্রটির কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অফিসেও পাঠিয়েছেন। সেখানে তিনি আবেদন করেছেন, যাতে মার্শকে ভারতে এবং অন্য কোথাও ভারতের বিপক্ষে খেলার জন্য আর কোনোদিন অনুমতি না দেওয়া হয়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :