ফুটবলের মাঠে বেশ কঠিন সময় পার করছে জার্মানি জাতীয় ফুটবল দল। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। সবশেষ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। তবে বড়দের ব্যর্থতা ভুলে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মান যুবারা।
শুক্রবার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি অনূর্ধ্ব-১৭ দল। যেখানে স্পেনকে ১-০ গোলে হারিয়েছে মুলারদের উত্তরসূরীরা।
ম্যাচের ৬৪তম মিনিট প্যারিস ব্রুনারের গোলটিই গড়ে দিয়েছেন স্পেন ও জার্মানির কিশোরদের কোয়ার্টার ফাইনালের ম্যাচের ভাগ্য। স্পেনের হেক্তর ফোর্ত বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। স্পট কিকে বল জালে জড়াতে একদম ভুল করেননি প্যারিস ব্রুনার।
এরপর কোনো দল আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিট অতিরিক্ত সময়ের খেলা হয়। এই সময়েই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেন অনূর্ধ্ব-১৭ দলের রাউল জিমিনেজ।
সেমিফাইনালে জার্মানির কিশোররা খেলবে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জয়ী দলের সঙ্গে। লাতিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দুই দলের কিশোরদের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :